Tuesday, December 29, 2015

অনুভব (৩২)

অনুভব (৩২)
.................. ঋষি
===============================================
যাব কি নিরুদ্দেশে ?
বহুদিন ধরে ভাবছি যন্ত্রণা এই কথা
শীত পরেছে আমার শহরে ,মানুষের চামড়ায় কেমন একটা শীতলতা
মানুষগুলো সব বড় ঠান্ডা হয়ে গেছে আজকাল
তাই পালাতে ইচ্ছে করছে শহর ছেড়ে
খুব দূরে যন্ত্রণা তোর সাথে

বড়ো অস্কিজেনের অভাব হচ্ছে ,
তাল ,সুর লয়ের বড়ো অভাব ,সব ঘেঁটে ঘ।
মাথার ভিতর একটা লাটাই ছাড়া ঘুড়ি প্যাঁক মারছে
নিজেকে বড় অনাবৃত লাগছে
মনে হচ্ছে শুয়ে আছি চিতার খাটে
আর আমার পাশে কেউ নেই কতগুলো মরা ছাড়া
আর তখনি ঘুড়িটা উড়ছে আরো উড়ছে
হারিয়ে যেতে চাইছে
আমার মতন শহর ছেড়ে অনেক দুরে

যাব কি নিরুদ্দেশে ?
ফাস্ট লাইফ এ বড়ো ক্লান্ত আমি।
যদি বৃষ্টির সাথে নিরুদ্দেশ হওয়া যেত
ঠিক খুঁজে বের করবো সুখের অন্তর্ধান রহস্য।
আর সেই ঘুড়ি তো বৃষ্টিতে ভিজছে
আরো উড়তে চাইছে ,মাঝ আকাশে।

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...