Sunday, December 27, 2015

অনুভব (২৪)

অনুভব (২৪)
.............. ঋষি
============================================
নারীকে নিয়ে কবিতা লিখেছি
লিখেছি অনেকে যন্ত্রণা নারীর আর্তনাদের।
কিন্তু তুমি যা জিনিস গুরু
সব জায়গায় আছো,,,,, ছুঁয়ে থাকা ,বেঁচে থাকা ,মরে যাওয়া।
কোনো বাছ বিচার নেই ,নেই ধর্ম ,নেই বিচ্ছিন্নতা
বেশ একটা হি ম্যান ,হি ম্যান ব্যাপার আর কি।


সন্ত্রাসের কলমে কবিতা ,তুমি আছো যন্ত্রণা
কোনো প্রতিবাদী কলমে ,তুমি আছো যন্ত্রণা।
দেশ ভাগ ,মন্বন্তর,জালিয়ান ওয়ালাবাগ,স্বাধীনতা ,পরাধীনতা
বাসের জার্নিতে ,বাসের কার্বনের ধোঁয়াতে , রাস্তার ভিখিরিতে।
প্রতিদিনকার বাজারের ব্যাগে ,বাড়তে থাকা মূল্য স্ফিতিতে
দেশজ আইনে , দেশজ  বেআইনে ,ধর্ষণে ,বর্ষণে।
শিক্ষানীতি, রান্নার ধোঁয়াতে
প্রেমিকার ঠোঁটে ,প্রেমের চোখে ,প্রেম শব্দে।
বিশ্বের বাণীতে,বিশ্বের জ্ঞানে
ভালো থাকা ,খারাপ থাকা সকল স্থানে তুমি  আছো যন্ত্রণা ,
ঠিক কাঁঠালের আঠার মতন।

সময়কে নিয়ে কবিতা লিখেছি
লিখেছি অনেক যন্ত্রণা সময়ের গায়ে।
রাতের আকাশ থেকে যখন জ্যোত্স্না রূপে পুঁজ ঝরতে থাকে
তখন আমার বুকে তুমি ভীষণ সুন্দর চিনচিনে ব্যাথা।
সাথে থাকা আর পাশে থাকা এক না হলেও
তোমার থাকাটা চিরকালীন  এই অনুভবে।
  

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...