Thursday, December 17, 2015

ঠিক কতটা বেঁচে

ঠিক  কতটা বেঁচে
................. ঋষি
===============================================
একবিংশ শতকের ডটকমে উত্তীর্ণ হতে গিয়ে
নিজের চাবিকাঠি হাতে মানুষ কোথাও নিজের হাতে পুতুল।
শহর গজাচ্ছে ,পুকুর ভর্তি মাটি ,ইটের ইমারত
জীবনটাও যে খাঁটি ভুলে যাচ্ছে।
ইঁদুরের  পিছনে দৌড়তে থাকা জীবন
মাটির পুতুল গড়া নিজের হাতে।

চাষা খুঁজছে মাটি খুব প্রয়োজন একটু নোংরা হবে সে
বাড়িতে তার সোমত্ত কন্যা
খুব প্রয়োজন একটা ছাদনাতলার।
বেকার খুঁজছে চাকরি খুব প্রয়োজন জীবিত থাকার
বাড়িতে তার বাড়তে থাকা খিদে
খুব প্রয়োজন টাকার দরকার।
জীবন খুঁজছে প্রেম খুব প্রয়োজন টেনশন কমাবার
প্রেমিক প্রেমিকা একজোট
খুব প্রয়োজন নিজেকে ভোলাবার।
সংসার খুঁজছে আরো খুব প্রয়োজন উত্তরণের
গিন্নি খুঁজছে সংসার
খুব প্রয়োজন কর্তার পকেটের দরকার।
এই তো চলছে সময় খুব প্রয়োজন যেমন মানুষ চায়
চারিদিকে যে হাহাকার চিত্কার
খুব প্রয়োজন জীবন কাটা তো দরকার।

ঠিক একবিংশ নয় এর  পর আরো বাড়তে থাকা G দের জেদে
ক্রমশ দুনিয়া ঢুকে যাচ্ছে নিজের হাতের মুঠোয়।
অথচ দুনিয়া ঢোকাতে গিয়ে কোথাই যেন আমরা সবাই কলের পুতুল
ভুলে যাচ্ছি নিজেদের।
দৌড়চ্ছি,হাঁটছি ,হাঁচছি ,কাশছি ,বাঁচছি ঠিক
কিন্তু ঠিক  কতটা বেঁচে।    

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...