Tuesday, December 15, 2015

অপ্রেমের কবিতা

অপ্রেমের কবিতা
............. ঋষি
===============================================
কেমন করে ভাবতে হয় তোকে
আজও শিখি নি প্রেম।
দরজা পেড়িয়ে হেঁটে গেছি সাত সমুদ্দুর পার
অথচ অদ্ভূত আজও আকাশ দেখিনি।
সারা হৃদপিন্ডে নিয়ম মাফিক শব্দদের নিয়মে
শুধু হেঁটে চলেছি ,আর আজও  হাঁটছি।

পথ চলতি হাতে উঠে এলো আঁশটে গন্ধ সম্বন্ধীয় পত্রিকার পাতা
বড় বড় হরফে উঠে আসে প্রেম প্রেমিকার মতন।
যত নগ্ন হয় প্রেমিকা
তত উষ্ণ প্রেম সর্বত্র আবহাওয়া গরম।
আর ক্রমশ হিপনোটাইস্ড আমার চোখে সময়ের দূরবীন
প্রেম এমন নগ্ন বিছানার চাদর।
প্রেম এমন হিসেবী দোকানির ফর্দ
প্রেম এমন বেআব্রু শরীর সর্বস্য মাছ।
শালা শুধু ফসকে যায়
যত ধরতে যান না কেন মাঝি নৌকায় বসে।
মাছ উঠে আসে শরীরের মতন
অথচ আত্মা বিক্রিত অপ্রেমের কবিতায়।

কেমন করে ভাবতে হয় তোকে
আজও শিখি নি প্রেম।
রাত্রের তারার দিকে মুঠো তুলে ধরি
খসে পড়তে থাকে বিন্দু ,বিন্দু ,ঘাম ,উফ ,ইশ আর আহ।
তারপর নিয়মের কবিতা
প্রেম সদা জাগ্রত হিসেবের মতন।  

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...