Tuesday, December 29, 2015

অনুভব (২৯)

অনুভব (২৯)
................. ঋষি
==============================================
বিশ্বাস হচ্ছে না তো
নীল শাড়ি পরা আকাশটা একটা নারীর মতন যন্ত্রণা।
সময় পুড়িয়ে দৈনন্দিন ভাবনার হাঁড়িতে আঁচ
আনাচে কানাচে বাড়তে থাকা স্মৃতি গুল্মে   র মুখগুলো পোড়াতে চাই।
আর তারপর সব মিলিয়ে  সাড়ে আটান্নবছর
আঁশটে হলুদ মাখা শাঁখা সিঁদুরের দিব্বি।

ঘুম পাড়ানি গান গায় আর্সেনিক ...
শরীর যেন আজ প্রবাসী ...শরীরে আসন্ন সায়ান্ন পর্যায়।
ক্রম গুলো বদলানো উঠোনের ক্যালেন্ডারের পাতা
পাতা বদলায় ঠিক সময় যন্ত্রণা।
নারীরূপে সকলে কেন যেন কুমারী থেকে যায়
যেমন কুমারীর মেরীর স্তনে জেসাসের ঠোঁট।
ঠিক তেমন সময় তার ঐশ্বরিক প্রভাবে নারী সত্বায়
সংসার ,জীবন ,প্রেম ,প্রেমিকা এককটা বিবর্ণ  চ্যাপ্টার।
কফি কাফের চুমুকে বিবর্ণতা , বিষণ্ণতায় রক্তবিন্দুর লাল আভাস
জানি , প্রেম আজ না থাকলে আরও রক্তিম যন্ত্রণার স্থাবরঅস্থাবর।
ঠাণ্ডা মাথায় বিষ দিয়েছ আমায় চৌকাঠের দরজায়
নীল শাড়ি তোর সব  লুকোনো কান্না, দীর্ঘনিঃশ্বাস উবে যায় ,
নারী সে যে শুকনো নদী আগামী ঋতুতে।

বিশ্বাস হচ্ছে না তো
তীরবিদ্ধ নারীর কোনো  তাপ উত্তাপ নেই।
অহল্যা হয়ে গড়বন্দীপুরে বন্দী।
জলের নীচে বাস নেই , কঠিন ভুমিতেও নারী  পঙ্গু।
ঠিক পাশের জমির বাজ পড়া গাছটির যন্ত্রণার মতন
খোলা আকাশ নীল মোছা সাদা শাড়ি।



No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...