Friday, December 25, 2015

অনুভব (৩)

অনুভব (৩)
...................... ঋষি
==================================================
কোনো এক নীল পাহাড়ি দেশে
কোনো একদিন যন্ত্রণা তোকে ছুঁয়ে বলেছিলাম লিখবো তোকে।
তোর পোশাকি সহচর্য একটানে ছিঁড়ে
হেসেছিলাম উন্মাদের মতন।
সমস্ত আকাশ সেদিন লাল কফি শপের বারান্দায়
প্রেম ঠিক তোর মতন প্রেমিকা আমার।

নিজের অজান্তে ঢুকে পরেছিলাম অন্য গ্রহে
বর্ণমালার নির্দিষ্ট অবস্থান ছিঁড়ে সাজিয়ে ছিলাম তোকে জংলি রূপে।
যন্ত্রণা সে ,প্রেমের কোনো লোভ ছিল না
ছিল অনেক খানি বেঁচে থাকা।
তোর শঙ্খস্তনে পাশে পরে থাকা পরিচয়পত্রে
কোনো প্রবেশ ছিল না অধিকারের মতন।
চারদেওয়ালে নীলচে আলোতে ছিটকে পরছিল মুহূর্তরা
সময়কে ফাঁকি দিয়ে তৈরী নতুন পাসপোর্ট।
আমি ঠোঁট নামিয়েছিলাম
আমার সারামুখে রক্ত বিষাক্ত লোভ ,বাঁচবো।
যন্ত্রণা জানি ঠিক
এমন করে বাঁচা যায় না।

কোনো এক নীল পাহাড়ির দেশে
অরণ্য পেরিয়ে অবলীলায় তুলে ধরেছিলাম চায়ের কুঁড়ি।
সদ্য জন্মানো গন্ধ প্রেম
সারা অস্তিত্ব জুড়ে আলোড়িত শিহরণ।
বলেছিলাম যন্ত্রণা দোষ দিবি না লিখবো তোকে
বেআব্রু কোনো আগুনের মতন।  

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...