Tuesday, December 15, 2015

ঠেকায় পরে বলছি

ঠেকায় পরে বলছি
................ ঋষি
===================================================
অযথা প্রশ্ন উত্তর
তদন্ত সার্থে চাপা চাপানুতর এ ওর গায়ে।
রাজ্যপুলিশ ,ভিন রাজ্যে ,ভিন সড়কে হাঁটছে কেন
কেন ধর্ষণ নিজের রাজ্যে হলো না।
কেন ধর্ষক অন্য রাজ্যে পালালো
মশাইরা শুনছে মেয়েটা মারা যাচ্ছে এইচ আই ভি পসিটিভ।
.
কিছু করবেন ,একটু নড়বেন একটু  চড়বেন
আরে মশাই আপনাদের বলছি না ,আপনাদের বলার সঙ্গত কারণ কই।
আপনাদের গতিবিধিতে কিছু কি  বদলেছে  এতদিনে
ভিষণ ব্যস্ত মশাই আপনারা।
লাল গাড়ি ,নীল গাড়ি ,পার্টির দাদাদের গোলামগিরিতে দিন কেটে যায়
তারপর বাকি সময় একটু রেস্টের দরকার হয়।
বুঝি দাদা আপনাদের খুব চাপ।
এমন এক রাজ্যের দায়িত্বে আছেন আপনারা
যেখানে দিন দুপুরে কোনো মেয়েকে অপহরণ করা যায়।
যেখানে যখন তখন কারোর মুখে রসায়নিক ছোড়া যায়
যেখানে পনের নাম নারী নির্যাতন সম্ভব।
যেখনে নারী ভ্রুণ হত্যা সম্ভব
আর ধর্ষণ সে তো নিত্য একটা শব্দ।
আপনাদের কিছুই করতে হবে না বড় ব্যস্ত মশাই আপনারা,
বরং রাজ্যের প্রতিশ্রুতি বাড়ুক আর বাড়ুক খবরের পাতায়  রক্তাক্ততা।
.
আচ্ছা মশাই আপনাকে একটা প্রশ্ন না করে পারছি না
সত্যি কি একটা রাজ্য এমন হতে পারে ঠিক বাজারী বেশ্যার মতন?
আরে মশাই সবই তো আছে ঢাল ,তলোয়ার ,তবে কেন নিধিরাম সর্দার
একটু চেষ্টা করলে সত্যি বদলানো সম্ভব না  দিনকাল, আপনাদের সঠিক কাজ।
বড় ঠেকায় পরে বলছি মশাই
দেখবেন প্লিস আমাকে আবার অনিয়মের নিয়মে এরেস্ট করবেন না। 
.
( খবরের কাগজ সকলে পড়ছেন ,প্রশ্ন উত্তর সকলে জানেন ,বাকিটুকুও জানেন।
তবু বড় প্রয়োজন বোধে জানালাম। দয়া করে এই কবিতার কোনো কারণ ইঙ্গিত করবেন না )

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...