Wednesday, December 23, 2015

সত্যি চোখ খুলে যাবে

সত্যি  চোখ  খুলে  যাবে
………… রিশি
===================================================
সত্যি  চোখ  খুলে  যাবে
রৌদ্র শুকিয়ে  দেবে  রক্তের  দাগ।
কিছুটা  বৃষ্টি   না  হলে  পায়ের  ধুলোয়  হারিয়ে  যাবে
সময়ের ম্যাথোরেরা  কুয়াসা  তুলে  নেবে  জঞ্জাল স্থুপে।
কিছু  ঠকাবে  না
কোনো  দাগ   থাকে  নি  কোনোদিন।

আবার  মেট্রোপলিটন জমজমাট  গানবাজনার  আসর
কোনো গায়ক  গেয়ে  উঠবে  জাতীয় সঙ্গীত।
কবিদের  মৃত  আঙ্গুলে  জন্ম  নেবে   শোক
খবরের  পাতায়  শুধু  রক্তের  ছোপ।
কিছুদিন  তারপর  কিছু  থাকবে  না
এই  মুহুর্তের  আহা  উহু  ছাড়া ,মানুষের যন্ত্রণা।
আবার  আসর  বসবে  শহরের  গলিতে  মদের  উল্লাসে
আবার  কেউ  দাঁড়াবে দেওয়াল  ঘেঁষে খিদের  থালাতে।
সব  আছে  থাকবে
কিন্তু  যে  চলে  গেল  সেই  আহত  যোনি  ,থ্যাতলানো  মাথা
অনাবৃত  স্তনের  উপর  জন্মানো   রক্তাক্ত  ভোগ  বিলাস
চোখগুলো   উব্রিয়ে  রাখা  রাস্তার  ধারে।
আমাদের  চোখ  খুলে  যাবে
এই  বিশাব্স  এই  আশ্রয়ে।

সত্যি  চোখ  খুলে  যাবে
দুবছরের  খরার  জমিতে  আবার  চাষ হবে।
কোনো  বাউলের  একতারাতে  বেজে  উঠবে  দিন  বদলের   গান
সব  সত্যি।
যদি  সময়ের  যোনিতে  প্রতিবাদ  না  থাকে
তবে  জনিজ  ভ্রষ্ট  মানুষ  নষ্ট  এই  সময়।

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...