Tuesday, December 15, 2015

হিসেব মতন

হিসেব মতন
......................... ঋষি
===========================================

প্রখ্যাত সম্ভবনাগুলো পরপর সাজিয়ে
সময়ের উপাখ্যানে নতুন মোড়।
আরে সেই খয়েরি বিকেলে ফুটপাথ ঘেঁষা চায়ের দোকানে
ছেলেটা আজও বসে আছে।
বাস আসবে এখুনি ,আর নেমে আসবে সেই মেয়েটা
যার অভিমান আজ জেদী কোনো পরাক্রমী ঘোড়া।

সময়ের চাপানউতোর থেকে ছেলেটা অনেক কিছু শিখে নিলো
সুখী দার্জিলিং টিয়ের গন্ধ।
সুখী একটা  এয়ারকন্ডিসনে গা শুকোনো জটিলতা
আর সাময়িক বিরতি।
অনির্দিষ্টকালীন ফুটপাথ ঘেঁষা চায়ের দোকান
নির্দিষ্ট সময়ের সেই বাস আজ বহুদিন আসে নি।
বোধ হয় পথ বদলে গেছে
কিংবা হয়তো বাসেরমালিক বাস স্ট্রাইকের সমর্থন করেছে।
যতই হোক সবটাই তো ছেলেটার দেশ
আর এ দেশে সবকিছু সম্ভব।
যেমন সম্ভব মেয়েটার না পৌঁছনো বাস স্ট্যান্ডে
আর ছেলেটার অনন্ত অপেক্ষা।

প্রখ্যাত সম্ভবনাগুলোর উপসংহার দরকার
একটা তেজী ঘোড়া পাগলের মতন ছুটছে শহরের রাস্তা ধরে।
বেহিসেবী সেই ছেলেটার হিসেবে একটা অমিল
ছেলেটা উঠে দাঁড়ালো ,তারপর দৌড় দৌড় ঘোড়ার মতন।
ঘোড়া ছুটছে ,ছেলেটা আর অপেক্ষা করে না
নিজে কখন যেন ঘোড়া হয়ে গেলো ,হিসেব মতন।

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...