Saturday, December 26, 2015

অনুভব (১২)

অনুভব (১২)
.................. ঋষি
========================================

শতরূপে শতবার শত জন্মে
ক্রমানয়ে খেয়ে চলা ঘুমের ওষুধ।
কোনো SOLUTION নয় বেঁচে থাকার দেওয়ালে
যন্ত্রণা বালিশের ফাঁকে শুয়ে থাকিস তুই।
কখনো বা পাশ বালিশ
ওপাশে একটা আজন্মের চিত্কার আমি শুনি।

সৃষ্টির জলে বোধহয় স্বর্গ আছে কয়েক ফোঁটা
তাইতো নোনা জল সমুদ্রের বড় প্রিয়।
মন্থনে সাথে উঠে আসা অমৃত শুধু ঈশ্বরের
হে ইন্দ্র তুমি একটু সুযোগ সন্ধানী।
অসুরের প্রাপ্তি একটা ম্যাসেল ম্যান রাগী ইমেজ
অথচ শত ঈশ্বর কুল।
তোকে যন্ত্রণা নামে জন্ম দেব বলে আদমের আদিমতায়
আমার কলমে আজ মহাকাল।
এক আদিম নৃত্য
আর গলায় ধরে নীলকন্ঠ সময়।

শতরূপে শতবার শত জন্মে
দেওয়ালে মুখ ঘষে দিয়া মির্জা খোঁজা।
কোনো SOLUTION নয় বেঁচে থাকার পাঁচিলে
যন্ত্রণা তুই তোর চার ফুট ,চার ইঞ্চি শরীরে।
একটা আকাশ ধরে রাখিস
আমার মতন কোনো অসুরের প্রেমে।

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...