Thursday, December 17, 2015

শেষ বিকেলে

শেষ বিকেলে
............... ঋষি
======================================================
দিকচক্রবালে প্রশ্ন যেন ফ্রায়িং প্যানে পপকর্ন
শুধু  লাফালাফি ,শুধু ঝাঁপাঝাঁপি।
সমস্ত আগুনে পারছে সেলসিয়াস শরীর
কানের পর্দায় হল্কা লাগা সভ্যতা।
বে আব্রু সভ্যতা
অনির্দিষ্ট পথ চলা তুই সংক্রান্ত আন সল্ভড  কেস।

ফাইল খুলছে
কবরের এক একটা পেরেক জেসাসের হাতের তালুতে রক্তাক্ত হৃদয়।
ক্যামের চলছে
যেমন চলছে মানুষের চোখে অবিশ্রান্ত হৃদয়।
নিঃশ্বাসে  ভিসুভিয়াস
গাছের পাতা বেয়ে টুপ করে ছুঁয়ে গেলো  বিকেলের শিশির।
তোমার ঠোঁট বেয়ে ,তোমার গ্রীবা ,তোমার স্তন ,তোমার নাভি
কেমন একটা শীতশীত শীতলতা এই সভ্যতায়।
ছুঁয়ে যায় ভালোবাসা সময়ের ঘামে
একটা অনুচ্চারিত স্পন্দন ,
ভালোবাসি তোমায়।

ভালোবাসি তোমায় আকাশে ভাসতে থাকা স্পর্শের বেলুন
মেঘের মাঝে মিশে যায়।
কেমন একটা অদ্ভূত ওম ,স্পর্শের মতন গড়িয়ে নামে
তোমার জন্য আমার সভ্যতায় অনুরণন।
এক চিলতে রৌদ্র
এই বিকেলের সরতে থাকা আলোতে। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...