ফিরে আয়
.................. ঋষি
=====================================================
ফিরে আয়
সমস্ত অন্ধকার ছেড়ে নিজের ভিতর।
যেখানে সবুজ ফসলের মাঠ ,দূরে দিকচক্রবালে আকাশ আর মাটি মিলিত
ফিরে আয় সমস্ত নোংরা ধুঁয়ে।
নিজের ভিতরে যেখানে খোলা আকাশ আর তুই পাখি
নিজের খাঁচায় .
সবাই তো ফিরতে চায়
কজন পায় সুযোগ ফিরে আসার।
আকাশভরা সূর্য-তারা, বিশ্বভরা প্রাণ
তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান,
বিস্ময়ে তাই জাগে আমার গান।
ফিরে আসতে হয়
নিজেকে খুঁজে পেতে হয় নিজের ভিতরে।
তবে তো বাঁচা
নাহলে শুধু নামে মাত্র বেঁচে থাকা।
ফিরে আয়
অন্ধকার পোশাকের বিশৃঙ্খলা ছেড়ে।
তুই হেঁটে যা নগ্ন পায়ে শিশিরের উপরে
নিজের মত ,নিজের সাথে একটা পৃথিবী তোর বাঁচা।
আর বাকিটুকু ভালোবাসা
যাকে ভালোবাসা যায় বিশ্বাস করে কাছে আসা।
.................. ঋষি
=====================================================
ফিরে আয়
সমস্ত অন্ধকার ছেড়ে নিজের ভিতর।
যেখানে সবুজ ফসলের মাঠ ,দূরে দিকচক্রবালে আকাশ আর মাটি মিলিত
ফিরে আয় সমস্ত নোংরা ধুঁয়ে।
নিজের ভিতরে যেখানে খোলা আকাশ আর তুই পাখি
নিজের খাঁচায় .
সবাই তো ফিরতে চায়
কজন পায় সুযোগ ফিরে আসার।
আকাশভরা সূর্য-তারা, বিশ্বভরা প্রাণ
তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান,
বিস্ময়ে তাই জাগে আমার গান।
ফিরে আসতে হয়
নিজেকে খুঁজে পেতে হয় নিজের ভিতরে।
তবে তো বাঁচা
নাহলে শুধু নামে মাত্র বেঁচে থাকা।
ফিরে আয়
অন্ধকার পোশাকের বিশৃঙ্খলা ছেড়ে।
তুই হেঁটে যা নগ্ন পায়ে শিশিরের উপরে
নিজের মত ,নিজের সাথে একটা পৃথিবী তোর বাঁচা।
আর বাকিটুকু ভালোবাসা
যাকে ভালোবাসা যায় বিশ্বাস করে কাছে আসা।
No comments:
Post a Comment