স্পন্দিত হৃদয়
................... ঋষি
===============================================
উত্তর দিবি বলে চেয়ে আছি তোর দিকে
কি করছিস ?
অদ্ভূত অহংকার তোর আরো চুপচাপ শব্দহীন আপেক্ষিকতা
আর আমি আরো নিজস্ব হচ্ছি।
আমার বুকের গভীরে দাগ
কিছু নির্বাক ,অভুক্ত কবিতার মত ছায়াময়।
কিছু কথা রয়ে যায়
কিছু কথা বয়ে যায় বিষাক্ত হেলানো সময়।
আরো কাছে আসে
তোর মুখের উপর হাওয়ায় উড়ে আসা চুলগুলো জানে
এই খোলা হাওয়ার মানে।
শুধু বন্যতা কোনো ,কোনো কবিতা না শুধু আলোড়ন
তোর বুকের দুর্বলতাগুলো প্রলেপে কবিতা জড়িয়ে ধরে।
আমি বেঁচে থাকি প্রতিবারে আলোরণে
তোর মুখে হাসি সে ঈশ্বর।
উত্তর দিবি বলে চেয়ে আছি তোর দিকে
কেমন আছিস।
এই এক জেদ তোর নিজের থেকে দামী কোনো প্রিয় কবিতা
যতবার শুনি মন ভরে না ,কিছুতেই।
শুধু সময় বয়ে যায়
তোর বুকের কম্পনে আমার স্পন্দিত হৃদয়।
................... ঋষি
===============================================
উত্তর দিবি বলে চেয়ে আছি তোর দিকে
কি করছিস ?
অদ্ভূত অহংকার তোর আরো চুপচাপ শব্দহীন আপেক্ষিকতা
আর আমি আরো নিজস্ব হচ্ছি।
আমার বুকের গভীরে দাগ
কিছু নির্বাক ,অভুক্ত কবিতার মত ছায়াময়।
কিছু কথা রয়ে যায়
কিছু কথা বয়ে যায় বিষাক্ত হেলানো সময়।
আরো কাছে আসে
তোর মুখের উপর হাওয়ায় উড়ে আসা চুলগুলো জানে
এই খোলা হাওয়ার মানে।
শুধু বন্যতা কোনো ,কোনো কবিতা না শুধু আলোড়ন
তোর বুকের দুর্বলতাগুলো প্রলেপে কবিতা জড়িয়ে ধরে।
আমি বেঁচে থাকি প্রতিবারে আলোরণে
তোর মুখে হাসি সে ঈশ্বর।
উত্তর দিবি বলে চেয়ে আছি তোর দিকে
কেমন আছিস।
এই এক জেদ তোর নিজের থেকে দামী কোনো প্রিয় কবিতা
যতবার শুনি মন ভরে না ,কিছুতেই।
শুধু সময় বয়ে যায়
তোর বুকের কম্পনে আমার স্পন্দিত হৃদয়।
No comments:
Post a Comment