সময়ের দাগ
............... ঋষি
=========================================
যখন ঝড় আসে
উড়িয়ে নিতে চাই তোমার পরিচয় ,তোমার সম্বল।
কি পরিচয় ?
নিজের কাছে লুকিয়ে রাখা সমাজকে না বলা কথা।
নিতান্ত নিজস্ব বিকেলের সঙ্গমে
বালিশের ভিজে নোনা দাগ জানে সময়ের কথা।
যখন ঝড় আসে
জন্মের সুতোলো ক্ষরণে জন্মের ইচ্ছা জেগে যায়।
গভীরে ঘুমন্ত প্রেম
নড়েচড়ে জেগে বসে আর আমন্ত্রণ প্রিয় মুখ।
হাসতে থাকে ,,কাঁদতে থাকে
নিজের চিলেকোঠায় ভিজে অন্ধকার কোনো গলিখুপচি
একলা হেঁটে যাই।
নিজের কাছে বারংবার দাঁড়িয়ে আরো ঝড়ের আকাঙ্খা
কোনো বিষাদমুক্ত ঝড়বাদলের দিন।
তুমুল বৃষ্টি ,,ভিজতে চাই
আরো ভিজি।
যখন ঝড় আসে
উড়িয়ে নিতে চাই ঘরের চাল ,ঘরের আসবাব ,নিত্য প্রয়োজনীয়।
দূরে একলা চলে যাওয়া রাস্তায়
নিজের দোটানায় ,,ঠান্ডা কোনো হিমেল পরশ।
নিতান্ত নিজস্ব দৈনন্দিন রোমন্থনে
পরে থাকে স্মৃতি ,,,সময়ের দাগ।
............... ঋষি
=========================================
যখন ঝড় আসে
উড়িয়ে নিতে চাই তোমার পরিচয় ,তোমার সম্বল।
কি পরিচয় ?
নিজের কাছে লুকিয়ে রাখা সমাজকে না বলা কথা।
নিতান্ত নিজস্ব বিকেলের সঙ্গমে
বালিশের ভিজে নোনা দাগ জানে সময়ের কথা।
যখন ঝড় আসে
জন্মের সুতোলো ক্ষরণে জন্মের ইচ্ছা জেগে যায়।
গভীরে ঘুমন্ত প্রেম
নড়েচড়ে জেগে বসে আর আমন্ত্রণ প্রিয় মুখ।
হাসতে থাকে ,,কাঁদতে থাকে
নিজের চিলেকোঠায় ভিজে অন্ধকার কোনো গলিখুপচি
একলা হেঁটে যাই।
নিজের কাছে বারংবার দাঁড়িয়ে আরো ঝড়ের আকাঙ্খা
কোনো বিষাদমুক্ত ঝড়বাদলের দিন।
তুমুল বৃষ্টি ,,ভিজতে চাই
আরো ভিজি।
যখন ঝড় আসে
উড়িয়ে নিতে চাই ঘরের চাল ,ঘরের আসবাব ,নিত্য প্রয়োজনীয়।
দূরে একলা চলে যাওয়া রাস্তায়
নিজের দোটানায় ,,ঠান্ডা কোনো হিমেল পরশ।
নিতান্ত নিজস্ব দৈনন্দিন রোমন্থনে
পরে থাকে স্মৃতি ,,,সময়ের দাগ।
দারুণ
ReplyDelete