Wednesday, May 18, 2016

অসমাপ্ত কবিতা

অসমাপ্ত কবিতা
................ ঋষি
================================================
জীবন সমাপ্তিহীন
বোধহীন কোনো সন্ধ্যার প্রদীপ যেমন ছায়া ফেলে দেওয়ালের গায়ে।
ঠিক তেমনি ছায়া ফেলে জীবনে পর্যায় হৃদয়ের দেওয়ালে
হাওয়া আসে ,দুলতে থাকে।
এই নিভলো বলে
প্রদীপের বুক পোড়ে ,তবু নেভে না প্রদীপের শেষ আলো।

নদী ও ধানক্ষেত
যেমন মিলে  মিশে একাকার হ্যাম সাথ সাথ হ্যায়।
ঠিক তেমন জীবন আর মৃত্যু কোথাও মিলেমিশে বেঁচে থাকে
মৃত সন্তানের মুখে মায়ের স্তন
ঠিক তেমনি ধানক্ষেত পচে মরে অতি বর্ষায়।
হয়তো  ভেসে যায় ,হয়তো  হারিয়ে জীবন
কিন্তু বাঁচার আশায়।

কোনো ভুরিভোজের জন্য মাংস কাটা হলে
পাশে পরে থাকে রক্তাক্ত ছুড়িখানা।
কালো কাক এদিক ওদিক চায় তবে ডাকতে থাকে
জন্মের লোভ লেগে মৃত্যুর গায়ে।
ঠিক যেমন রান্না হবার পর হলুদ ,লঙ্কা সহযোগে ভুরিভোজ
অনেকটা তাই
জীবন বাঁচার আশায়।

জীবন সমাপ্তিহীন
কলমের নিবে পুড়তে থাকা শব্দগুলো বাঁচার মানে।
কবি পুড়ে যায় নিজের ভিতর বারংবার
কিন্তু কবিতা মৃত্যুহীন ,,জীবন নির্ভর।
প্রদীপের শিখার মত কোনো মৃত্যুহীন বাঁচা কবিতার থাকে
আর কবি সে যে পুড়তে থাকা কাঠকয়লা। 

No comments:

Post a Comment

অনবদ্য কবিতা

আমরা কেউই অনবদ্য কবিতা নই আমরা সাধারণ যারা তারা শুধু বেঁচে আছি বেঁচে থাকবো বলে, আমাদের কবিতারা আকাশে উড়তে পারে না শুধু ডানা ঝাপটায়, হঠাৎ  অব...