Friday, May 27, 2016

দারুণ ভিউপয়েন্ট

দারুণ ভিউপয়েন্ট
................. ঋষি
================================================
কাল বকেছিলাম তাই আজ এসেছো বৃষ্টি দেরী করে
আচ্ছা একবার আমি তোমার সাথে উঁচু পাহাড়ে বেড়াতে যাব।
এই ধর দার্জিলিং কিংবা ধর ম্যাকলিওডগঞ্জ
পাহাড়ি রাস্তায় তুমি থাকবে সাথে।
চারিপাশে কুয়াশার চাদর তখন ঢেকে রেখেছে আমাদের
কোথাও থামবে মাঝে গাড়ি সঙ্গে চা কফি কিংবা মোমো।

যতদূর চোখ যায় সবুজ বনভূমির রহস্যময় ব্যাকগ্রাউন্ড
তার মাঝখানে কোথাও কোথাও উঁকি দিয়ে লুকোচুরি খেলছে হিমালয়।
একটা পুরনো ভূত বাংলোতে থাকবো বুঝলে
পুরনো আসবাবের গন্ধ ,মাতাল করা রাত ,হাতে এক গ্লাস জিন
খোলা আকাশ ,খোলা বারান্দা ,তুমি থাকবে।
তারপর ঘুমিয়ে পরবো তোমার সাথে বৃষ্টি
সকালে তাড়াতাড়ি ডেকো,সকালের সূর্যোদয় দেখে।
বেরিয়ে পড়বো পাহাড়ি রাস্তা বেয়ে কোনো দারুণ ভিউপয়েন্ট
তখনও তুমি থেকো।

দারুণ ভিউপয়েন্টে
সামনে হয়তো দু'হাজার ফুট-এর গভীর খাদ
আর সামনে ছড়িয়ে আছে যেন গোটা পৃথিবী। নিশ্চুপ, নির্জন প্রান্তর।
মাঝে মাঝে কোনো পাহাড়ি পাখি ডেকে উঠছে হঠাৎ।
তুমি আর আমি খুব কাছাকাছি দাঁড়াবো সেই খাদের একদম ধারটায়।
তোমাকে খুব গভীর করে জড়িয়ে ধরব আমি.,তারপর লাফ। 

No comments:

Post a Comment

অনবদ্য কবিতা

আমরা কেউই অনবদ্য কবিতা নই আমরা সাধারণ যারা তারা শুধু বেঁচে আছি বেঁচে থাকবো বলে, আমাদের কবিতারা আকাশে উড়তে পারে না শুধু ডানা ঝাপটায়, হঠাৎ  অব...