আমরা শরীর গামী
............... ঋষি
============================================
এই যে একটা আমিষের গন্ধ পাচ্ছি
আমার খোলা হাওয়া।
সুদূর পশ্চিম থেকে শরীর বদল করে এখন ন্যানো স্কার্টে
মা লাল রঙের জাঙ্গিয়াটা দেখা যাচ্ছে।
প্লিস আর পারবো না
না চলন্তিকা আমি আর খুলতে পারছি না।
সকাল বিকেল কনডম পরে
শিশুদের ব্রেনওয়াশে একটা মজা আছে চলন্তিকা।
কনডম দিয়ে বেলুন হয়
হয়ে যায় অবাধ সেক্সের মত মিনি মজা এই দুনিয়ায়।
না চলন্তিকা আমি পারছি না
এই সব বোকা বাক্স আর সেক্সি যুবতীদের শরীরে ক্যাটওয়াক করতে।
সবটাই প্রাচীন বাৎস্যায়ন নতুন কি ম্যাডাম ?
স্যানিলিওনে হাসছে আর বলছে ওরে সমাজ এটা বিজনেস
শরীর মন নয় ,শুধু মজা।
এই যে একটা আমিষের গন্ধ পাচ্ছি
বাঁচতে বাঁচতে ক্রমশ একটার পর একটা গুনাহ করছি।
গুহার সামনে পাতা ছড়িয়ে পর্দানসীন
সবটাই যদি পশ্চিম হয়ে যায় তবে কি আমার দেশজ গর্ব।
ভীমসেন ,আল্লারাখা ,রবিঠাকুর ,,সিন্ধু সভ্যতা
আর আমরা শরীরগামী এক মত্ত অন্ধকারে।
............... ঋষি
============================================
এই যে একটা আমিষের গন্ধ পাচ্ছি
আমার খোলা হাওয়া।
সুদূর পশ্চিম থেকে শরীর বদল করে এখন ন্যানো স্কার্টে
মা লাল রঙের জাঙ্গিয়াটা দেখা যাচ্ছে।
প্লিস আর পারবো না
না চলন্তিকা আমি আর খুলতে পারছি না।
সকাল বিকেল কনডম পরে
শিশুদের ব্রেনওয়াশে একটা মজা আছে চলন্তিকা।
কনডম দিয়ে বেলুন হয়
হয়ে যায় অবাধ সেক্সের মত মিনি মজা এই দুনিয়ায়।
না চলন্তিকা আমি পারছি না
এই সব বোকা বাক্স আর সেক্সি যুবতীদের শরীরে ক্যাটওয়াক করতে।
সবটাই প্রাচীন বাৎস্যায়ন নতুন কি ম্যাডাম ?
স্যানিলিওনে হাসছে আর বলছে ওরে সমাজ এটা বিজনেস
শরীর মন নয় ,শুধু মজা।
এই যে একটা আমিষের গন্ধ পাচ্ছি
বাঁচতে বাঁচতে ক্রমশ একটার পর একটা গুনাহ করছি।
গুহার সামনে পাতা ছড়িয়ে পর্দানসীন
সবটাই যদি পশ্চিম হয়ে যায় তবে কি আমার দেশজ গর্ব।
ভীমসেন ,আল্লারাখা ,রবিঠাকুর ,,সিন্ধু সভ্যতা
আর আমরা শরীরগামী এক মত্ত অন্ধকারে।
No comments:
Post a Comment