Saturday, May 21, 2016

এই সময়

এই সময়
............ ঋষি
================================================
চলন্তিকা ছবি আঁকতে বলছো
মন ভালো নেই বুঝলে ,,কি আঁকবো ?
হাসছো ,বলছো  আমার  চারপাশে  যা আছে আঁকতে।
কি আছে ?
ঘর,বাড়ি,আকাশ,বাতাস ,সমুদ্র ,পাহাড় আর মানুষ তার জীবনযাত্রা
পারছি না আঁকতে চলন্তিকা ,,এই সময়।
.
চলন্তিকা  কখনো তুমি পাহাড়ের উপর দাঁড়িয়ে সমুদ্র দেখেছো ?.
কেমন শীতল চোখ ,কেমন একটা মনখারাপ
আমারও মনখারাপ।
পারছি না আঁকতে  ,,এই সময়
কি আছে  আমার কাছে আঁকার ?
এই নিটল সততা ,আমার বোধ ,আমার স্বপ্ন আর সত্যি।
না আমি আঁকতে পারছি না সত্যি।
চলন্তিকা সকালে ঘুম থেকে উঠে আমি অন্যদের মত ব্যস্ত থাকি রুজিরোজগার ,
না গো  আমি কিছু বুঝি বাঁচতে চাওয়া ছাড়া
এই সৃষ্টির।
চারিপাশে পরিপার্শিক সমাজ ,,রাজনীতি ,,মানুষের বোধ
না আমি সৃষ্টি করতে পারছি না।
.
চলন্তিকা আমি সত্যি বলতে পারছি না
আমার বুক ফাটা কান্নারা আটকে আছে বুকের কাছে।
চলন্তিকা আমি আঁকতে পারছি না কিছুতেই  "শান্তি "
চারিদিকে মৃত্যুর সোরগোল ,বিষাক্ত অন্ধকার আর রক্তের ছোপ।
আমার তুলিতে এক ফোঁটা  লাল রং
সাদা ক্যানভাসে ছোঁয়ানো মাত্র ছড়িয়ে যাচ্ছে।  

No comments:

Post a Comment

অনবদ্য কবিতা

আমরা কেউই অনবদ্য কবিতা নই আমরা সাধারণ যারা তারা শুধু বেঁচে আছি বেঁচে থাকবো বলে, আমাদের কবিতারা আকাশে উড়তে পারে না শুধু ডানা ঝাপটায়, হঠাৎ  অব...