Tuesday, May 10, 2016

এমন করে নয়

এমন করে নয়
................ ঋষি
===============================================

তবে  আর কি দরকার?
মিয়ে যাওয়া মুড়ির মত নিস্তব্ধ বিকেলে কবিতা তো ছিল।
তুমিও ছিলে কোথাও তোমার মত
আমাকে আবিস্কারের লোভে সময়ের সাথে।
নিস্তব্ধ বাড়তে থাকা সূর্যের ছায়াতে দূরত্ব ছিল
আর ছিল হাহাকার।

না এমন করে বলি নি তোমায়
কষ্ট হচ্ছে ?
শেষ মিসকলের জবাবে পাওয়া অসংখ্য আস্তরণ
রঙিন ব্যস্ত জীবনে।
সহজের সাথে আরো সহজ শিশুপাথ
অবাধ্য মন।
ঝড়ের সাথে আছড়ে পড়া ইচ্ছাদের সাথে
ঘুড়ি উড়ছে ,ছেঁড়া ঘুড়ি।
আর আমার হাতে সময়ের লাটাই
একগাদা ইকিরমিকির মাথার ভেতর অসহজ সমাধান।

তবে আর কি দরকার ?
অসংখ্য টানাপড়েনে বাঁধা দুর্বলতা তো ছিল।
ছিল পাঁচিলের পর পাঁচিল পেড়োনোর নেশা আর একাকিত্ব
সে যে আকাশের ভাঙ্গা স্বপ্নের মত।
টুকরো টুকরো মেঘ সরে যাচ্ছে
ঠিক এখনি মনে আসে বিকেল পেড়িয়ে কবিতা আমার। 

No comments:

Post a Comment

অনবদ্য কবিতা

আমরা কেউই অনবদ্য কবিতা নই আমরা সাধারণ যারা তারা শুধু বেঁচে আছি বেঁচে থাকবো বলে, আমাদের কবিতারা আকাশে উড়তে পারে না শুধু ডানা ঝাপটায়, হঠাৎ  অব...