Wednesday, May 4, 2016

প্রয়োজন নেই ভাবনার

প্রয়োজন নেই ভাবনার
................ ঋষি
============================================

অভিমান যদি দরজা খুলে অপেক্ষা করে
বন্ধ করে দে দরজা।
ঘুম ভাঙ্গার পর যদি রাত্রি কাছে ডাকে
তবে চোখ বন্ধ কর।
অপেক্ষার সাথে জীবনকে জীবিত কর নিজের স্বার্থে
আর কোনো প্রয়োজন নেই ভাবার।

এইসব ঐশ্বরিক বাণীর আইসোটোপ বন্দী নিরোধক
না হে সভ্যতা ভুলবে না এতে।
পায়রার খোপে পিঁপড়ে ছেড়ে দিলে সময় মরবে
কিন্তু পায়রা ,,সে যে আকাশ চেনে
উড়ে যাবে।
নিয়ম খাদ্য খাদকের ত্রিভুজে বন্দী অন্যশালা
না বিচার নেই সেখানে
আসলে সব বিচারের শাস্তি নেই।
শাস্তি একটাই ভাবনায়
যদি তোর একা থাকা।

অন্ধকার যদি কাছে ডাকে তবে জানলা খুলে দে
লাইট না জ্বলুক ,,চাঁদ তো আছে।
চোখ বন্ধ করার পর কেউ রাখবে না মনে তাতে কি
সৃষ্টি জীবিত ,স্রষ্টারা আছে।
এমনি চলছে পৃথিবী ,আরো চলবে হয়তো কয়েকশো যুগ
তাতে কি ,,এখনো বাঁচা তো আছে।

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...