Thursday, May 26, 2016

তুই নেই তাই

তুই নেই তাই
.............. ঋষি
=-=====================================
তুই নেই তাই
শূণ্য এই শহরের অলিগলি
হাতে ভদকার গ্লাস আর আকাশের দিকে থুথু
তুই নেই তাই আমার
হাঁটা শহরে পায়ে ছেঁড়া জুতো

শহর কখনো রাস্তায় নেমে আসে না
শহর কখনো বদলাতে বদলাতে ভালবাসতে বলে না।
তুই নেই তাই
চেনা ট্রাম রাস্তায়  আজও হেলে থাকা ছায়া।
আমি চুপটি করে বসি
আপনমনে ভাবি
ভালোবাসি না তোর কায়া।
এই তো বেশ ভালো  বেশ  কায়দায়
কতদিন কেটে গেলো।
তুই নেই তাই হৃদয়ের চোরা রাস্তায়
চুরির দোষ হেঁটে গেলো।

তুই নেই তাই
শূন্য শহরের আকাশে অন্ধকার চাঁদ
হাতে আধ পরা সিগারেট
আর এই এই কবিতার রাত
সাথে স্মৃতি এক্কা দোক্কা জীবন আর তোর সংঘাত।  

No comments:

Post a Comment

অনবদ্য কবিতা

আমরা কেউই অনবদ্য কবিতা নই আমরা সাধারণ যারা তারা শুধু বেঁচে আছি বেঁচে থাকবো বলে, আমাদের কবিতারা আকাশে উড়তে পারে না শুধু ডানা ঝাপটায়, হঠাৎ  অব...