Sunday, May 29, 2016

বাঘবন্দী খেলা

বাঘবন্দী খেলা
............ ঋষি
============================================
কথা বলতে বলতে খেই হারিয়ে ফেলছি
কাকে দোষ দেবো নিজেকে।
প্রতিটা ক্ষরণের পর আকাশ থেকে নেমে আসে বৃষ্টি
বুকের মাঝে।
তখন বলার কিছু থাকে না
বলাগুলো আনমনে চুপিচুপি বলে যায়।

সত্যি বলতে বলতে
মিথ্যা বলার অভ্যাস করাটা কিছুটা অহংকারের মত।
নিজের বুকের ভিতরে অনবরত সম্ভাবনার সুখ সারি বসে
ওদেরকে কে কেউ  আলাদা করে রাখে না,
আসলে রাখতে চাই না।
তোকে একটা নাম দেব ভাবছি চলন্তিকা
নিজের আগুনের কাছে প্রিয় নারীর কোনো পরিচয় দরকার।
দরকার অনর্গল বয়ে চলা মেঘ ,বৃষ্টির খেলার
আজ বিকেলটা ঠিক তোর মত হোক
ক্লান্ত ,অবসন্ন কোন খেই হারানো খেলা।

কথা বলতে বলতে বারংবার খেই হারানো
উপন্যাসের শেষ পাতাটা খোলা পরে আছে টেবিলের উপর।
প্রতিটা যত্নের একটা দাগ থেকে যায় গভীরে
যাকে মুখে বলা যায় না।
কথা ফুরিয়ে যায় নিজের ভিতর অনবরত ক্ষরণ
সম্ভাবনার মেঘে বাঘবন্দী খেলা। 

No comments:

Post a Comment

অনবদ্য কবিতা

আমরা কেউই অনবদ্য কবিতা নই আমরা সাধারণ যারা তারা শুধু বেঁচে আছি বেঁচে থাকবো বলে, আমাদের কবিতারা আকাশে উড়তে পারে না শুধু ডানা ঝাপটায়, হঠাৎ  অব...