পায়ের ছাপ
................. ঋষি
==========================================================
সমুদ্রে বালিতে পা দিয়ে হাঁটি
পায়ের ছাপ।
মেসোপটেমিয়া থেকে মহেঞ্জদর ছুঁয়ে বালিকণা
আর পায়ের ছাপ।
আদমের সময় ঘেঁষে সোনালী শব্দরা সুন্দর কোনো আলো
আমি সুন্দরে মরে যেতে চাই ,,আমার পায়ের ছাপ।
হাজার মায়াবী রাতের শেষে কুয়াসা মোড়া তোমাকে দেখেছিলাম
কোনো সোনালী প্রাতে।
সোনালী পোশাক ,সোনালী আলো ,সোনালী ঠোঁটে লিপস্টিক ছুঁয়ে
নির্বাক আমি চেয়েছিলাম পাগলের মত।
এ কোনো কাব্য নয়
স্মৃতির নোনা জলে তোমার সমুদ্র
জলজ অর্কিড ,,পরজীবী ,,নীল তিমি ,,অক্টোপাসিও সম্বল।
সারা স্পর্শ জুড়ে আবেশ
ভিজে বালির উপর পায়ের ছাপ।
সমুদ্রের বালিতে পা দিয়ে হাঁটি
স্মৃতি রাখা।
সুমেরু থেকে কুমেরু ছুঁয়ে পেঙ্গুইনের দেশে
বরফের পায়ের ছাপ।
ঈশ্বর মুক্তির আগে ক্রমশ রঙিন কোনো সুন্দর দিনে
আমি মৃত্যুর সাথে মিশে যায় ,,,তোমার পায়ের ছাপ।
................. ঋষি
==========================================================
সমুদ্রে বালিতে পা দিয়ে হাঁটি
পায়ের ছাপ।
মেসোপটেমিয়া থেকে মহেঞ্জদর ছুঁয়ে বালিকণা
আর পায়ের ছাপ।
আদমের সময় ঘেঁষে সোনালী শব্দরা সুন্দর কোনো আলো
আমি সুন্দরে মরে যেতে চাই ,,আমার পায়ের ছাপ।
হাজার মায়াবী রাতের শেষে কুয়াসা মোড়া তোমাকে দেখেছিলাম
কোনো সোনালী প্রাতে।
সোনালী পোশাক ,সোনালী আলো ,সোনালী ঠোঁটে লিপস্টিক ছুঁয়ে
নির্বাক আমি চেয়েছিলাম পাগলের মত।
এ কোনো কাব্য নয়
স্মৃতির নোনা জলে তোমার সমুদ্র
জলজ অর্কিড ,,পরজীবী ,,নীল তিমি ,,অক্টোপাসিও সম্বল।
সারা স্পর্শ জুড়ে আবেশ
ভিজে বালির উপর পায়ের ছাপ।
সমুদ্রের বালিতে পা দিয়ে হাঁটি
স্মৃতি রাখা।
সুমেরু থেকে কুমেরু ছুঁয়ে পেঙ্গুইনের দেশে
বরফের পায়ের ছাপ।
ঈশ্বর মুক্তির আগে ক্রমশ রঙিন কোনো সুন্দর দিনে
আমি মৃত্যুর সাথে মিশে যায় ,,,তোমার পায়ের ছাপ।
No comments:
Post a Comment