চলন্তিকা স্পর্শ
.................. ঋষি
================================================
রঙিন কোনো সময়ের মত চলন্তিকা
তুমি ঠিক আগলে আছ বুকের সীমানায় কাঁটা তারে।
দিনগুলো বেশ অদ্ভূত
সীমান্তের লোমহর্ষক বারুদের আগুন ঠুকছে না মাথা কোথাও।
সবটাই রোমান্টিক ,,লাল ফুল
আর রক্ত সে যে প্রবাহিত চিরতরে ভিতরে ও বাহিরে।
যে কটা বছর কাটতে চায় ,,কাটুক
এই সময় শুধু বন্ধ দরজার ভিতরে মিলে ,মিশে একসাথে।
চলন্তিকা প্রসাদের ফুল
হে ভালোবাসা।
তোমাকে দুর্বল করে বিলোনো যায় না
শুধু আঁকড়ানো।
সীমান্তে প্র্যাকটিস ফায়ার হয়
আর কয়েকটা বুলেটের খালি খোল ছড়িয়ে ছিটিয়ে পরে।
মৃত্যুর আগে মৃত্যু ছোঁয়া আদর
নিজের ভিতরে।
রঙিন কোনো সময়ের দরজা খুলে যায়
নিয়মিত যাপনের বীজ ভীষণ স্তৈন্য নিজের কাছে।
দিনগুলো কাটছে ঠিক
সীমান্তের অদ্ভূত জীবনের বাঁচা মরা তফাতে।
সবটাই রোমান্টিক ,,,লাল রক্ত
আর সমস্ত অবয়বে স্পন্দন চলন্তিকা স্পর্শ।
.................. ঋষি
================================================
রঙিন কোনো সময়ের মত চলন্তিকা
তুমি ঠিক আগলে আছ বুকের সীমানায় কাঁটা তারে।
দিনগুলো বেশ অদ্ভূত
সীমান্তের লোমহর্ষক বারুদের আগুন ঠুকছে না মাথা কোথাও।
সবটাই রোমান্টিক ,,লাল ফুল
আর রক্ত সে যে প্রবাহিত চিরতরে ভিতরে ও বাহিরে।
যে কটা বছর কাটতে চায় ,,কাটুক
এই সময় শুধু বন্ধ দরজার ভিতরে মিলে ,মিশে একসাথে।
চলন্তিকা প্রসাদের ফুল
হে ভালোবাসা।
তোমাকে দুর্বল করে বিলোনো যায় না
শুধু আঁকড়ানো।
সীমান্তে প্র্যাকটিস ফায়ার হয়
আর কয়েকটা বুলেটের খালি খোল ছড়িয়ে ছিটিয়ে পরে।
মৃত্যুর আগে মৃত্যু ছোঁয়া আদর
নিজের ভিতরে।
রঙিন কোনো সময়ের দরজা খুলে যায়
নিয়মিত যাপনের বীজ ভীষণ স্তৈন্য নিজের কাছে।
দিনগুলো কাটছে ঠিক
সীমান্তের অদ্ভূত জীবনের বাঁচা মরা তফাতে।
সবটাই রোমান্টিক ,,,লাল রক্ত
আর সমস্ত অবয়বে স্পন্দন চলন্তিকা স্পর্শ।
No comments:
Post a Comment