বাঁচার আগে
.............. ঋষি
===========================================
বাঁচার আগে বেশ কয়েকবার মরা গন্তব্য
তারপর স্মৃতির উঠোনে কিছু প্রশ্ন থাকে।
তবে তো চিত্তির
কোনো মাস ,বছর লাগছে না।
শুধু আশ
তোমার চোখে দেখছিলাম আমার সর্বনাশ।
আচ্ছা অনেকটা জল দিয়ে পেগ বানাও
নেশা চাইছো ,,তৃষ্ণা।
তৃষ্ণা কোনো নদী না ,তৃষ্ণা কোনো শহর না
তৃষ্ণা কোনো লিঙ্গ না ,না তৃষ্ণা কোনো মেয়ে
তৃষ্ণা হলো একটা বড় পথ
যেখানে একলা হাঁটা
আর গন্তব্য জীবনে বেঁচে থাকা
তবে বেঁচে থাকা তৃষ্ণা
না রে বাবা ,তৃষ্ণা হলো একটা পাখির নাম
যাকে খাঁচায় বন্দী রাখাটা অন্যায়
দরকার নীল আকাশ আর উড়তে থাকা
কিংবা ধর একটা গাছ
যে ক্রমশ আকাশের দিকে হাত বাড়িয়ে সময় ধরতে যায়
আর তারপর সেই গাছ কেটে শহর
বাঁচার আগে বেশ কয়েকবার মরা গন্তব্য
ফার্নেসের পুরতে থাকা শরীরগুলো জানে না বাঁচার মানে।
অথচ অবাক জীবিতরা জানে কিভাবে বাঁচতে হয়
সত্যি কি তাই ?
প্রতিবাদ
নির্ঘাত মৃত্যুর সাথে সন্ধি করা জীবনে ঘাম।
.............. ঋষি
===========================================
বাঁচার আগে বেশ কয়েকবার মরা গন্তব্য
তারপর স্মৃতির উঠোনে কিছু প্রশ্ন থাকে।
তবে তো চিত্তির
কোনো মাস ,বছর লাগছে না।
শুধু আশ
তোমার চোখে দেখছিলাম আমার সর্বনাশ।
আচ্ছা অনেকটা জল দিয়ে পেগ বানাও
নেশা চাইছো ,,তৃষ্ণা।
তৃষ্ণা কোনো নদী না ,তৃষ্ণা কোনো শহর না
তৃষ্ণা কোনো লিঙ্গ না ,না তৃষ্ণা কোনো মেয়ে
তৃষ্ণা হলো একটা বড় পথ
যেখানে একলা হাঁটা
আর গন্তব্য জীবনে বেঁচে থাকা
তবে বেঁচে থাকা তৃষ্ণা
না রে বাবা ,তৃষ্ণা হলো একটা পাখির নাম
যাকে খাঁচায় বন্দী রাখাটা অন্যায়
দরকার নীল আকাশ আর উড়তে থাকা
কিংবা ধর একটা গাছ
যে ক্রমশ আকাশের দিকে হাত বাড়িয়ে সময় ধরতে যায়
আর তারপর সেই গাছ কেটে শহর
বাঁচার আগে বেশ কয়েকবার মরা গন্তব্য
ফার্নেসের পুরতে থাকা শরীরগুলো জানে না বাঁচার মানে।
অথচ অবাক জীবিতরা জানে কিভাবে বাঁচতে হয়
সত্যি কি তাই ?
প্রতিবাদ
নির্ঘাত মৃত্যুর সাথে সন্ধি করা জীবনে ঘাম।
No comments:
Post a Comment