Wednesday, May 25, 2016

প্রেম কি ?

প্রেম কি ?
.............. ঋষি
=======================================================
হাত কাঁপছে জানিস
সত্যি লিখতে যন্ত্রণা যে কবিতা জন্ম দেয়।
প্রেমিক কি চায়
একটা শরীর,একটু নরম মাংস ,একটু ভালো লাগা শারীরিক ক্ষরণ
একেই কি প্রেম বলে ?

দশ বছরের মেয়েটাকে চেপে ধরেছে বিস্ফোরণ
তার দুপায়ের ফাঁকে ডুবে যাচ্ছে পিসেমশাইয়ের আঙ্গুল।
কি শুনতে পাচ্ছো
ছোটো সেই কিশোরীর আর্তনাদ।
যাকে পড়াশুনার জন্য ভাগ করতে হয়েছে নিজের  মাসতুতো দাদার সাথে
শরীরের অঙ্গ।
বিশ্বাস হচ্ছে না একটা নতুন জন্মানো কুড়ি
এমন করে সামাজিক হচ্ছে।
সেই যুবতীর প্রথম প্রেম ধর্ষিত  হচ্ছে বিছানার চাদরে
সত্যি এই কি সময় ?এই কি নারীর সামাজিক রূপ ?
হা  সমাজ
একেই কি প্রেম বলে ?


হাত কাঁপছে জানিস
তোকে লিখে চলেছি নিজের কলমের রক্তে।
তোর সারা শরীরে অসংখ্য সামাজিক পুরুষের দাগ
আর সকলে তোর প্রমিক।
আর প্রেম কি তবে কোনো নারীর শরীর?

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...