Sunday, May 22, 2016

চলন্তিকা তোর বুক নেই


চলন্তিকা তোর  বুক নেই
................. ঋষি
=============================================================
চলন্তিকা তোর  বুক নেই আমি জানি
কি করবি গালাগাল দিবি।
আরে আমি জানি কোনো ক্রনিকল অপেরেসানে বুকটা তোর  বাদ গেছে
তবে সত্যি  বলে কি  ? তোর  সেখানে স্পন্দন নেই।
ইট দিয়ে গড়া  বাড়ি আর বাড়ির ভিতর ঘর
সবটাই সত্যি কিন্তু মিথ্যে কোথাও।

স্পর্শ কি ছুঁয়ে থাকা অতীতের যোগফল ?
নাকি জীবনের অনেকটা হাঁটাপথে ক্রমশ বাড়তে থাকা চোখের পাওয়ার।
ধুস এমন কি হয়
এই সময় দাঁড়িয়ে আমি দেশের দিকে তাকাই।
চলন্তিকা বিক্ষিপ্ত
বহিরাগতদের ভিড় ,ধর্মের চাপানুতর আর সার্বিক পূর্ণতায় রাজনৈতিক আলাপন।
শালা সব ভন্ডদের ভিড়
নিজের সাথে জুড়ে থাকা প্রতিটা সুক্ষ তারগুলো
সম্পর্ক ,,পরিচয় ,,পরিচিতি ,,আদবকায়দা ,,পোশাকি হাসা।
সব শালা নকল
সেখানে  তোর বুক নেই বলে দুঃখ কি ?

চলন্তিকা তোর  বুক নেই আমি জানি
কিন্তু এও  জানি সেখানে  স্পন্দন আছে বাঁচার আকুতি।
তুই লড়ছিস নিজের সাথে একলা দুর্গ আগলিয়ে
সীমানায়  বারংবার বাঁচার কামানের মুহু মুহু বারুদের  গর্জন।
হুঙ্কার  তোর মর্ডানাইস চশমার ফ্রেমে সময়ের চোখ
ইট ,কাঠ ,,পাথরের ,,,শহরে ,,তোর স্পন্দন।

No comments:

Post a Comment

অনবদ্য কবিতা

আমরা কেউই অনবদ্য কবিতা নই আমরা সাধারণ যারা তারা শুধু বেঁচে আছি বেঁচে থাকবো বলে, আমাদের কবিতারা আকাশে উড়তে পারে না শুধু ডানা ঝাপটায়, হঠাৎ  অব...