অন্ধকার থেকে আলো
................. ঋষি
=============================================
অন্ধকার থেকে আলোর দিকে
দরজা খুলছে , রাজপথ তারপর গ্রুপ ফটো ভেঙ্গে
টুকরো টুকরো কাঁচ।
ছড়িয়ে পরছে স্বদেশ স্বাধীনতার নামে।
আর পাশে কোমল যোনি রজস্বলা আজ
পতাকা তোলার কি দরকার ?
জন্ম হচ্ছে জন্মান্তরের
আকাশ ভেঙ্গে সবাই স্বপ্ন লুঠতে ব্যস্ত নিজের ডেরায়।
সকালের সিঁড়িগুলো বিয়ে সেরে ফেলেছে
সকলে ছাদে উঠতে চায়।
তোমাকে ছিঁড়ে। ভেঙ্গে। রাস্তায় ছড়িয়ে চলে যাবে।
আর তোমাকে বাঁচতে হবে।
বাঁচতে বাঁচতে রক্তের নাম মিটিং ,গুলির নাম শাসন।
ব্যাভিচারের নাম খবর ,ধর্ষণের নামে রসগোল্লা তৈরী হবে
তোমাকে খেতে হবে।
গালের কষ দিয়ে গড়িয়ে নামবে রক্ত
আর হাসবে তুমি ,,কিছু জানো না শুয়োরের বাচ্চা।
অন্ধকার থেকে আলোর দিকে
দরজা ,জানলা সব খুলে ন্যাতাগুলো সব দেওয়াল লিখবে।
ভোট আসবে ,পাঁচবছর ,,,কথা হবে
তার পরের পাঁচ বছর।
দেশ কবে স্বাধীন হবে আমাদের ?
ছি এমন বলতে নেই বাবা গলায় পা তুলে দেব।
................. ঋষি
=============================================
অন্ধকার থেকে আলোর দিকে
দরজা খুলছে , রাজপথ তারপর গ্রুপ ফটো ভেঙ্গে
টুকরো টুকরো কাঁচ।
ছড়িয়ে পরছে স্বদেশ স্বাধীনতার নামে।
আর পাশে কোমল যোনি রজস্বলা আজ
পতাকা তোলার কি দরকার ?
জন্ম হচ্ছে জন্মান্তরের
আকাশ ভেঙ্গে সবাই স্বপ্ন লুঠতে ব্যস্ত নিজের ডেরায়।
সকালের সিঁড়িগুলো বিয়ে সেরে ফেলেছে
সকলে ছাদে উঠতে চায়।
তোমাকে ছিঁড়ে। ভেঙ্গে। রাস্তায় ছড়িয়ে চলে যাবে।
আর তোমাকে বাঁচতে হবে।
বাঁচতে বাঁচতে রক্তের নাম মিটিং ,গুলির নাম শাসন।
ব্যাভিচারের নাম খবর ,ধর্ষণের নামে রসগোল্লা তৈরী হবে
তোমাকে খেতে হবে।
গালের কষ দিয়ে গড়িয়ে নামবে রক্ত
আর হাসবে তুমি ,,কিছু জানো না শুয়োরের বাচ্চা।
অন্ধকার থেকে আলোর দিকে
দরজা ,জানলা সব খুলে ন্যাতাগুলো সব দেওয়াল লিখবে।
ভোট আসবে ,পাঁচবছর ,,,কথা হবে
তার পরের পাঁচ বছর।
দেশ কবে স্বাধীন হবে আমাদের ?
ছি এমন বলতে নেই বাবা গলায় পা তুলে দেব।
No comments:
Post a Comment