Tuesday, May 24, 2016

তুই আছিস তাই (২)

তুই আছিস তাই (২)
.................. ঋষি
====================================================
ছবিটা চেয়ে আছে আমার দিকে
শেষ কদিন ঠিক করে কথা বলা হয় নি।
কেমন আছিস
আকাশের গায়ে লিখে দেব একটা চিঠি ভালো আছি বলে।
তারপর আমার মুঠোফোন  চুপচাপ
বেশ আছি যেমন থাকা যায়  তোকে ছাড়া।

নিশ্বাসে লেগে থাকা প্রয়োজন বাদে
ভীষণ অপ্রয়োজনীয় আয়োজন এই বেঁচে থাকা।
ভগ্নাংশের নামতা  জুড়ে। .একটা বাড়ি। একটা স্বপ্ন। কিছু ইচ্ছা।
মুখোমুখি প্রতিবাদ শহরের পথে।
বাস উল্টোনো ,বোমাবাজি ,মারামারি,গায়ের জোর এসব  তো লেগেই আছে
তবু জানিস ভালো আছি।
শহরের রাস্তায় একা চেয়ে থাকা পথের দিকে
সন্ধ্যে ফুরিয়ে বাতিস্তম্ভের আলোতে সময়ের ভিড়।
মুহুর্তরা  গলা টিপে ধরে
তারপর কানে কানে বলে কেমন আছিস?
আমি হাসি পাগলের মত ,আর বলি মনে মনে
বেঁচে আছি তুই আছিস তাই।

ছবিটা চেয়ে আছে আমার দিকে
ভেজা ঠোঁটে লেগে আছে মুহুর্তদের ভিড়।
ভালো আছি রে খুব ভালো
সূর্যের নিভে যাওয়া আলোতে লিখে দিলাম প্রেমের আকুতি।
ভালোবাসি তোকে সকালের মত
কাল আবার হয়তো তোকে দেখবো বলে। 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...