Tuesday, May 3, 2016

চুপচাপ মনখারাপ

চুপচাপ মনখারাপ
............... ঋষি
=============================================
বিকেলগুলো  ভিজে মাটির দেওয়াল হোক
আর দেওয়ালগুলো জুড়ে চারদেওয়াল।
ছাদ  খোলা থাকুক  আকাশ ধরা টুপিতে
আমার কাছে জীবন একা থাকুক।

এই সব তোমাকে নাই বা বল্লাম
বুকের খামচে ধরা জঙ্গলে তোমাকে জঙ্গী  নাই বা করলাম।
বোমারু বিমানের মত ক্রমশ ক্লোস  ফাইটে
দু চারটে বোম  পড়তে পারে।
তারপর বিস্ফোরণ
চুপ শুনতে পারছো  মনখারাপ।

এই সব তোমায় নাই বা দিলাম
আকাশ থেকে নীলের ঘরে কয়েক রাউন্ড কল্পনা।
ভিজে ঠোঁট আর ভিজে গন্ধ
বৃষ্টি আসার জল্পনা।
তারপর অপেক্ষা সেই আমি তুমি আর তুমি আমি
মাঝখানে ব্যবধান  চুপ , মনখারাপ।

বিকেলগুলো আরেকটু পর আলোয় ঢাকা আকাশ হোক
সারা আকাশ জুড়ে চুপচাপ মনখারাপ।
চারদেওয়ালে সীমানা ঢাকা আকাশ থেকে এবার  আরো দূরে
ছুঁয়ে আসি চলো  মনখারাপ। 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...