Wednesday, May 4, 2016

সিগারেটে টান

সিগারেটে টান
................. ঋষি
==========================================
স্বপ্নাতীত কোনো ইচ্ছাকে আহ্বান
সিগারেটের গোল রিংগুলো সব স্বপ্নহীন স্বাধীনতা।
কোনো প্রশ্নের সাথে ,উত্তর না দিয়ে
এগিয়ে যাওয়া।
যদিও একলা ,তবু এটা কোনো বিজ্ঞাপন নয়
নয় কোনো অপরাধ।

আমি সিগারেটের রিঙে স্বাধীনতা দেখি
দেখি হীনমন্যতা পিছনের দাঁড়ানো মানুষের।
আর কত ,ঠিক কতদিন
এমনি  হাওয়ায় স্বাধীনতা বারংবার ভেসে চলে যায়।
ফাঁকা আওয়াজ
অবাক সিগারেটে টান।
প্রতিবার পনেরোই আগস্ট দিল্লীতে পতাকা ওঠে ,ফুল বৃষ্টি হয়
তারপর স্বাধীনতা সিগারেটের মত পুড়তে থাকে।
ভিতর থেকে নিঃস্ব সর্বস্ব ,,,ফুরিয়ে যাওয়ার আশ্বাস
আমার দেশ সাক্ষী ,, আমিও যে ফুরোতে চাই।

স্বপ্নাতীত কোনো ইচ্ছাকে আহ্বান
সিগারেটের উনসত্তর মিলিমিটার সাক্ষী এই লাগাম ছাড়া ধোঁয়ার।
কোনো প্রশ্ন করার স্বাধীনতা আমার নেই
আছে শুধু পোড়ার।
তাই সময়ের সাথে সিগারেটে টান প্রতিটা প্যাকেট সাক্ষী
আমার পোড়ার আর দেশের।

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...