প্রেমিক
............. ঋষি
=======================================================
প্রেমিক হতে চেয়েছি
মনে মনে বিশ্বাস করেছি প্রকৃতির সবুজ রং।
কিন্তু প্রেমিক হতে গেলে ভয় পেতে হয়
হারাবার ভয়।
আর প্রেমিক হতে হলে প্রেম শব্দটাকে ভালোবাসতে হয়।
প্রেমিক হতে চেয়েছি
শহরের পথে চিত্কার করে বলতে চেয়েছি প্রেমের নাম।
তোমার শীত্কারে বারংবার শুনতে চেয়েছি
পারছি না ,তোকে ছাড়া বাঁচতে পারবো না।
আমার কবিতার চিত্রপটে অসংখ্য মায়াবী ছল
বিশ্বাস করো ,আমাকে বিশ্বাস করো
আমি শুধু তোমায় লিখতে চেয়েছি।
নিজেকে ক্ষতবিক্ষত করে বারংবার তোমার ছলে
তোমাকে কাছে পেতে চেয়েছি।
প্রেমিক হতে চেয়েছি
মনে মনে বিশ্বাস করেছি প্রেমকে মৃত্যুর বেশি।
না আমি মরতে চাই নি কখনো
শুধু অপেক্ষায় থেকেছি
শুনেছি প্রেম নাকি ফোরানো শীতের শুকনো পাতা।
............. ঋষি
=======================================================
প্রেমিক হতে চেয়েছি
মনে মনে বিশ্বাস করেছি প্রকৃতির সবুজ রং।
কিন্তু প্রেমিক হতে গেলে ভয় পেতে হয়
হারাবার ভয়।
আর প্রেমিক হতে হলে প্রেম শব্দটাকে ভালোবাসতে হয়।
প্রেমিক হতে চেয়েছি
শহরের পথে চিত্কার করে বলতে চেয়েছি প্রেমের নাম।
তোমার শীত্কারে বারংবার শুনতে চেয়েছি
পারছি না ,তোকে ছাড়া বাঁচতে পারবো না।
আমার কবিতার চিত্রপটে অসংখ্য মায়াবী ছল
বিশ্বাস করো ,আমাকে বিশ্বাস করো
আমি শুধু তোমায় লিখতে চেয়েছি।
নিজেকে ক্ষতবিক্ষত করে বারংবার তোমার ছলে
তোমাকে কাছে পেতে চেয়েছি।
প্রেমিক হতে চেয়েছি
মনে মনে বিশ্বাস করেছি প্রেমকে মৃত্যুর বেশি।
না আমি মরতে চাই নি কখনো
শুধু অপেক্ষায় থেকেছি
শুনেছি প্রেম নাকি ফোরানো শীতের শুকনো পাতা।
No comments:
Post a Comment