পথ কাকে বলে ?
.......... ঋষি
=======================================
পথ কাকে বলে ?
ভেবে দেখেছিস কখনো চলন্তিকা।
এতটা রাস্তা একলা হাঁটতে সত্যি কি ক্লান্তি নামে
হাসছিস ,,,,,একলা।
কি বলছিস সম্পর্ক আছে তো জড়ানো
সে তো জড়িয়ে আছি তবুও তো একা।
না এমন করে ভাবে নি কখনো
মুখোমুখি ঈশ্বরও যখন নিজেকে জীবন ভাবে
তখন ক্লান্তি নামে।
ফেলে আসা শৈশব ,,যৌবন তারপর ,তারপর ,,,,,,,, ?
জানি রে
তবু কেন জানি মনে হয় পথ শেষ হয় না।
ঈশ্বরের মত আজীবন এই পথে হেঁটে চলা
সময়ের অভিশাপে ক্রমাগত ভাঙ্গাগড়া
সব তো চলছে।
তাইতো মাঝে মাঝে সময়কে ঈশ্বর মনে হয়।
পথ কাকে বলে ?
সামনে যেটা পরে থাকে না কি যেটা পিছনে ?
আমরা চলতে থাকি
কিন্তু পিছনে যেটা সেটা আমাদের সাথে।
আবার হাসছিস ,কি বলছিস ?
এখনো পথ চলা বাকি আছে।
.......... ঋষি
=======================================
পথ কাকে বলে ?
ভেবে দেখেছিস কখনো চলন্তিকা।
এতটা রাস্তা একলা হাঁটতে সত্যি কি ক্লান্তি নামে
হাসছিস ,,,,,একলা।
কি বলছিস সম্পর্ক আছে তো জড়ানো
সে তো জড়িয়ে আছি তবুও তো একা।
না এমন করে ভাবে নি কখনো
মুখোমুখি ঈশ্বরও যখন নিজেকে জীবন ভাবে
তখন ক্লান্তি নামে।
ফেলে আসা শৈশব ,,যৌবন তারপর ,তারপর ,,,,,,,, ?
জানি রে
তবু কেন জানি মনে হয় পথ শেষ হয় না।
ঈশ্বরের মত আজীবন এই পথে হেঁটে চলা
সময়ের অভিশাপে ক্রমাগত ভাঙ্গাগড়া
সব তো চলছে।
তাইতো মাঝে মাঝে সময়কে ঈশ্বর মনে হয়।
পথ কাকে বলে ?
সামনে যেটা পরে থাকে না কি যেটা পিছনে ?
আমরা চলতে থাকি
কিন্তু পিছনে যেটা সেটা আমাদের সাথে।
আবার হাসছিস ,কি বলছিস ?
এখনো পথ চলা বাকি আছে।
No comments:
Post a Comment