Tuesday, May 10, 2016

কবিতার ভাষা

কবিতার ভাষা
................ ঋষি
===========================================
এসো হে কবি
একটু উজার করি নিজেকে প্রকৃতির স্পর্শে।
একটু বাড়াবাড়ি বটে এই ইট ,কাঠ ,পাথরের আদরে
কবিতা খোঁজা।
কি বললে ? ভাবনা তো আছে খুব গভীরে
কিন্তু সময়?

সকাল থেকে একটা নদী লিখতে
নিজের মাথা দেওয়ালে ঠুকতে ইচ্ছে করছে।
যতই ভাবছি আম ,জাম ,কাঁঠালের সবুজের গন্ধ
ততই পাচ্ছি রক্তের নোনতা গন্ধ।
আচ্ছা কবি শহরে বসে কি কবিতা লেখা যায় না  ?
 এখন এই অসময়ে কবির কলমে বিষাক্ত প্রেম।
আচ্ছা সত্যি কি এখন প্রেম বলে কিছু নেই ?
সময়ের স্পর্শে আমার সারা শরীরে বিষাক্ত ডেও পিঁপড়ে।
বারংবার কামড়ে অসম্ভব জ্বালা এই  বেঁচে  থাকা
প্রতিবাদ দরকার প্রতিটা রক্তের বর্মমালায় কবিতার ভিজে খাতা।
আসলে এখন কবিতা বদলে গেছে
শুধু প্রতিবাদ আসছে কবিতার ভাষায়।

কি হে কবি ?
মুখভার করে কেন চেয়ে আছ আকাশের দিকে।
কি বললে ,,বাঁচার মধ্যে তো এই আকাশ একমাত্র আছে
নাহলে আমি মরে গেছি কবে।
এমা কাঁদছো কেন বাচ্ছাদের মত
কবি প্রতিবাদ আসছে কিন্তু সত্যি বলতে পারছি কই ?

No comments:

Post a Comment

অনবদ্য কবিতা

আমরা কেউই অনবদ্য কবিতা নই আমরা সাধারণ যারা তারা শুধু বেঁচে আছি বেঁচে থাকবো বলে, আমাদের কবিতারা আকাশে উড়তে পারে না শুধু ডানা ঝাপটায়, হঠাৎ  অব...