Wednesday, May 25, 2016

নিশ্চিন্হপুর

নিশ্চিন্হপুর
........... ঋষি
==================================================
জানি কবিতার জন্ম একটা সত্যি
আচ্ছা সত্যি কি চলন্তিকা তুই কোনো নিশ্চিন্হপুরে?
তোর সাময়িক সংবাদ বর্তমান কোনো জানলার গরাদ ধরে দাঁড়িয়ে
মাঝে মাঝে আমি আকাশ দেখতে দেখতে
তোকে দেখতে পায়।
এই দেখাতে কোনো অপরাধ নেই ,অপরাধ হলো ভালো রাখাতে।

আচ্ছা চলন্তিকা ভালোবাসা কাকে বলে ?
প্রতিটা মৃত্যু যেখানে জন্ম ছুঁতে চায় তাকে কি বলে ?
মৃত্যু পেরিয়ে কি ভালোবাসা যায় ?
এই সব প্রশ্ন অবান্তর আজ তোর কাছে।
শৈশব পেরিয়ে যখন কোনো যৌবন সম্পর্কের দিকে তাকায়
তখন চমক থাকে সাময়িক।
কিন্তু তারপর সম্পর্ক সেলাই করা কাপড়ের মত শুধু পোশাকি
আর বাকিটুকু বেঁচে থাকা।
আর সেই বেঁচে থাকা একটা যন্ত্রণার লিফলেট
হাত বদল হয়
আর তারপর
ক্রমশ একটা রোগ মনখারাপ।

জানি কবিতার জন্ম সত্যি
আচ্ছা চলন্তিকা নিশ্চিন্হপুরে কি শান্তি আছে।
কি করছিস একলা দরজার দিকে তাকিয়ে
কি খুঁজছিস ? কাকে খুঁজছিস?
জানি মনখারাপ হয়
কিন্তু ফিরে আসা দরজার বাইরে যে একটা আশ্রম। 

No comments:

Post a Comment

অনবদ্য কবিতা

আমরা কেউই অনবদ্য কবিতা নই আমরা সাধারণ যারা তারা শুধু বেঁচে আছি বেঁচে থাকবো বলে, আমাদের কবিতারা আকাশে উড়তে পারে না শুধু ডানা ঝাপটায়, হঠাৎ  অব...