Tuesday, May 3, 2016

এই সময়ের দরজায়

এই সময়ের দরজায়
.................. ঋষি
=====================================================
কবির দরজা বন্ধ হলে
জানলা খুলবে ,খুলবে চেতনা ,,আরো আলো চাই আলো।
আলোর ফেরিওয়ালা সততা ফেরি করে রাষ্ট্রের কাছে
কথার  কথা সব ,,,শালা সব বজ্জাত।
শান্তির নামে ধর্মকে ধর্ষণ ,,,আর ব্যাঘাত
পরের ঘর পুড়ছে।.. পুড়েছে চিরকাল।

কবি মাটি কুপোচ্ছে
সেখানে মানুষের জন্য সবুজ খুঁজছে।
কোনো  প্রেয়সীর ঠোঁটে প্রেম খুঁজছে  কবর থেকে বেড়িয়ে
কিন্তু সময়
সে যে কবরের শেষ পেড়েকের ,শেষ অধ্যায়।
ঝুলন্ত গিলোটিনে ঝুলতে থাকা মানবিকতা  পাগুলো  ছটফট করছে
মৃত্যুর শোক কবির।
অথচ কবি মৃত্যুকে ডরাই না
আসলে ভয় পায় আরো ভিত হয় মানুষের মৃত্যুতে।
আর বেঁচে ফেরে জীবন নিরুদ্দেশের আলোর  খোঁজে
দরজা খোলো কবি। ...হে  মানবিকতা।

কবির মৃত্যু নেই ,,আছে যন্ত্রণা আর সাদা পাতায় রক্তের পায়চারি
অসংখ্য চোখের দরজায় কবির আরো আলো  চায়।
শান্তির আলো ,স্বাধীনতার আলো ,শিক্ষার আলো ,প্রগতির আলো
কিন্তু কে দেবে ?
আজকাল বাজারে কবিতার বিক্রি নেই ,,,,শুধু কবি
কে একলা দাঁড়াবে এই সময়ের দরজায়। 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...