বৃষ্টি ভেজা বালিকা
................ ঋষি
========================================================
আনন্দকে স্পর্শ করতে অসম্ভব অবধি যেতে পারি
সেতো ক্ষনিকের চলন্তিকা।
অসম্ভব পেরিয়ে হাসপাতাল দূরত্বে শুয়ে থাকা মানুষগুলো মৃত্যুর এত কাছে
এটা তো আনন্দ নয় চলন্তিকা।
সদ্য জন্মানো নতুন কোনো আশার কান্না
আর তার পৃথিবী সফরের আগে মায়ের মৃত মুখ।
না, না, না চলন্তিকা
এই সব দুঃখকে আমি স্পর্শ করতে চাই না।
আরো দূরে পালাতে চাই ,আরো আনন্দের ,,প্রায় অসম্ভব
আকাশ খুলে বৃষ্টি ফুটপাথে।
স্কুল ফেরত বালিকার চোখে আয় বৃষ্টি ঝেঁপে
আর তার শরীরে নীল শাড়িটা ,,মেয়েটার গতর ফেটে পরছে।
অসম্ভব, সম্ভব আয় বৃষ্টি ঝেঁপে
এইভাবে ঠিক এই ভাবে আমি পালাতে চাই।
কোনো শৈশবের হাতে মানুষের মনুষত্বকে ছোটো শিশুর মত বলতে চাই
আয় মানুষ ফিরে আয়
আয় মানুষ তোর মানবিকতায়।
আনন্দ স্পর্শ করতে মৃত্যু অবধি যেতে পারি
তারপর চলন্তিকা ,তুমি কি থাকবে আমার সাথে বেঁচে।
সম্ভবত কোনো ম্যাগাজিনে তোমার উরুর জুরুলে জ্বালা ধরবে হৃদয়ে
তুমি কি ভাবো আমি সম্ভব নয় ,,অসম্ভব।
আনন্দ স্পর্শ করতে তোমাকে আবার জন্ম দেব ভাবছি
যেখানে তুমি হয়ে যাবে সেই বৃষ্টি ভেজা বালিকা।
................ ঋষি
========================================================
আনন্দকে স্পর্শ করতে অসম্ভব অবধি যেতে পারি
সেতো ক্ষনিকের চলন্তিকা।
অসম্ভব পেরিয়ে হাসপাতাল দূরত্বে শুয়ে থাকা মানুষগুলো মৃত্যুর এত কাছে
এটা তো আনন্দ নয় চলন্তিকা।
সদ্য জন্মানো নতুন কোনো আশার কান্না
আর তার পৃথিবী সফরের আগে মায়ের মৃত মুখ।
না, না, না চলন্তিকা
এই সব দুঃখকে আমি স্পর্শ করতে চাই না।
আরো দূরে পালাতে চাই ,আরো আনন্দের ,,প্রায় অসম্ভব
আকাশ খুলে বৃষ্টি ফুটপাথে।
স্কুল ফেরত বালিকার চোখে আয় বৃষ্টি ঝেঁপে
আর তার শরীরে নীল শাড়িটা ,,মেয়েটার গতর ফেটে পরছে।
অসম্ভব, সম্ভব আয় বৃষ্টি ঝেঁপে
এইভাবে ঠিক এই ভাবে আমি পালাতে চাই।
কোনো শৈশবের হাতে মানুষের মনুষত্বকে ছোটো শিশুর মত বলতে চাই
আয় মানুষ ফিরে আয়
আয় মানুষ তোর মানবিকতায়।
আনন্দ স্পর্শ করতে মৃত্যু অবধি যেতে পারি
তারপর চলন্তিকা ,তুমি কি থাকবে আমার সাথে বেঁচে।
সম্ভবত কোনো ম্যাগাজিনে তোমার উরুর জুরুলে জ্বালা ধরবে হৃদয়ে
তুমি কি ভাবো আমি সম্ভব নয় ,,অসম্ভব।
আনন্দ স্পর্শ করতে তোমাকে আবার জন্ম দেব ভাবছি
যেখানে তুমি হয়ে যাবে সেই বৃষ্টি ভেজা বালিকা।
No comments:
Post a Comment