ভাবনায় গাছ
................ ঋষি
==================================================
মাঝে মাঝে আমার কোনো গাছ হতে ইচ্ছে হয়
কারণ গাছেরা মানুষের থেকে উন্নততর প্রাণ।
গাছ হলে অনেক সুযোগ আছে নিজেকে ভাবার
কারণ তাহলে তো আর সকাল সন্ধ্যে পেটের ভাবনা ভাবতে হয় না।
তাহলে তো মানুষকে আলাদা থাকতে হয় না
সম্পর্কের নামে
ঠিক তো গাছেদেরও তো সম্পর্ক থাকে
গাছ একা নয়।
তবে কি ভাবে আবার নতুন গাছ জন্মায় ফুল ,ফোটে
সবুজ একটা স্বতস্ফুত হাসি হাসতে পারে।
‘হ্যাপেনিং লাইফ’-ওয়ালা কেউ বলতেই পারে
কিছুই না করা মানে বোরিং লাইফ’।
কিন্তু আদৌ কি তাই ?
গাছেরাও সকালের সূর্য দেখে ঝিলমিলিয়ে হেসে ওঠে.
অঝোর ধারায় বৃষ্টি ভেজা উপভোগ করে ।
গ্রীষ্মের দাবদাহে মলিন হয়ে দাঁড়িয়ে থাকে মন খারাপ করে.
হাওয়া দিলে নেচে নেচে ওঠে তার গোটা শরীর।
প্রেমের ঋতু বসন্ত এলে সেও সেজে ওঠে নানা রঙের ফুলে
এছাড়াও বছর ভর বারো মাসে তের পার্বণের মত কখনো রঙ্গিন হয়
কখনো সুগন্ধ ছড়ায়।
মাঝে মাঝে মনে হয় পরজন্মে গাছ হবো
কারণ গাছেরা তো কারো ক্ষতি করে না।
মানুষের মত পিছন দিয়ে ছুরি মারে না
কিংবা মানুষের মত সম্পর্কের অভিনয় করে না।
শুধু হাসতে জানে ,শুধু বাঁচতে
তাই আমার ভাবনায় হয়তো আমি কখনো গাছ।
................ ঋষি
==================================================
মাঝে মাঝে আমার কোনো গাছ হতে ইচ্ছে হয়
কারণ গাছেরা মানুষের থেকে উন্নততর প্রাণ।
গাছ হলে অনেক সুযোগ আছে নিজেকে ভাবার
কারণ তাহলে তো আর সকাল সন্ধ্যে পেটের ভাবনা ভাবতে হয় না।
তাহলে তো মানুষকে আলাদা থাকতে হয় না
সম্পর্কের নামে
ঠিক তো গাছেদেরও তো সম্পর্ক থাকে
গাছ একা নয়।
তবে কি ভাবে আবার নতুন গাছ জন্মায় ফুল ,ফোটে
সবুজ একটা স্বতস্ফুত হাসি হাসতে পারে।
‘হ্যাপেনিং লাইফ’-ওয়ালা কেউ বলতেই পারে
কিছুই না করা মানে বোরিং লাইফ’।
কিন্তু আদৌ কি তাই ?
গাছেরাও সকালের সূর্য দেখে ঝিলমিলিয়ে হেসে ওঠে.
অঝোর ধারায় বৃষ্টি ভেজা উপভোগ করে ।
গ্রীষ্মের দাবদাহে মলিন হয়ে দাঁড়িয়ে থাকে মন খারাপ করে.
হাওয়া দিলে নেচে নেচে ওঠে তার গোটা শরীর।
প্রেমের ঋতু বসন্ত এলে সেও সেজে ওঠে নানা রঙের ফুলে
এছাড়াও বছর ভর বারো মাসে তের পার্বণের মত কখনো রঙ্গিন হয়
কখনো সুগন্ধ ছড়ায়।
মাঝে মাঝে মনে হয় পরজন্মে গাছ হবো
কারণ গাছেরা তো কারো ক্ষতি করে না।
মানুষের মত পিছন দিয়ে ছুরি মারে না
কিংবা মানুষের মত সম্পর্কের অভিনয় করে না।
শুধু হাসতে জানে ,শুধু বাঁচতে
তাই আমার ভাবনায় হয়তো আমি কখনো গাছ।
No comments:
Post a Comment