Thursday, May 12, 2016

চলন্তিকা আর অপর্ণা

চলন্তিকা আর অপর্ণা
,,,,,,,,,,,,,,,,, ঋষি
========================================

খুলে ফেলো বুকের ব্লাউজ ,শাড়ি সব
কি ভালো লাগছে না।
আচ্ছা অপর্ণার শীত যদি এখুনি এসে পরে কি হবে ?
উফ্ফ্স কি গরম চারিপাশে।
পারদে ভরা মাটিতে ঘামের গন্ধ
চলন্তিকা তুমিও কি অপর্ণার মত অপেক্ষায়।

কি হলো বললাম শুনলে না
কি ফ্রেশ লাগছে তো ?
তোমার গা থেকে ঝরতে থাকা এক্কা দোক্কা গান
আর অলংকার সীতা হার ,মাকড়ি চমত্কার।
কিছুটা ঘাম গড়িয়ে নাভিতে
চলন্তিকা।
জিভ বের করছি ,চেটে খাবো সময়ের সাথে
বৈশাখের রোড কুকুরের স্বভাব
চেটে খাওয়া।
তারপর ,তারপর
বাকিসব।


খুলে ফেলো বুকের ব্লাউজ ,শাড়ি সব
যা সে কি দরজা বন্ধ রেখেছো অবাধ্য মেয়ে।
আচ্ছা অপর্ণা কি এখন ঘরের ভিতর
উফ্ফ্স সারা শরীরে জলের স্রোত বন্য গন্ধ।
মাটি মাখা সময়ের সাথে গল্প
চলন্তিকা তুমিও কি অপর্ণার মত ভয় পাও। 

No comments:

Post a Comment

অনবদ্য কবিতা

আমরা কেউই অনবদ্য কবিতা নই আমরা সাধারণ যারা তারা শুধু বেঁচে আছি বেঁচে থাকবো বলে, আমাদের কবিতারা আকাশে উড়তে পারে না শুধু ডানা ঝাপটায়, হঠাৎ  অব...