আমার প্রতিদিন
................. ঋষি
===============================================
তোমার দিকে ভালোবেসে তাকিয়ে থাকা
সময়ের কৃপনতা।
তোমার চোখের কাজলে নিজেকে পাওয়া
এক বেহিসেবী দুর্বলতা।
আর হিসেবের সাথে নামান্তর গ্রাফ,, আকুতি
ফিরে পাওয়া।
কেন চেয়ে আছি তোমার দিকে ?
তোমার মিষ্টি লিপস্টিক ভেজানো লাল রং।
নাকি আকুতি ?
তোমার বুকের মাপের একটা দেশ বানাবার অধিকার।
নাকি অপরাধ ?
জীবন দিয়ে জীবন মাপার এক দাঁড়িপাল্লা।
বাড়ছে কমছে জীবনের মাঠে দাঁড়ানো সেই সময়ের স্পর্শ
আর হারাচ্ছি নিজেকে।
ছুটছি মাঠ দিয়ে খুব দূরে পাওয়ার নেশায়
আর ভালোবাসার।
তোমার নরম স্পর্শে অধিকারে বাঁচা
সময়ের নেশা।
তোমার ভাবনায় মেতে থাকা আদুরে নেশা
আমার রক্তে মেশা।
আর বাকিটুকু উহ্য থাক না বলা দিনের মত
আমার প্রতিদিন।
................. ঋষি
===============================================
তোমার দিকে ভালোবেসে তাকিয়ে থাকা
সময়ের কৃপনতা।
তোমার চোখের কাজলে নিজেকে পাওয়া
এক বেহিসেবী দুর্বলতা।
আর হিসেবের সাথে নামান্তর গ্রাফ,, আকুতি
ফিরে পাওয়া।
কেন চেয়ে আছি তোমার দিকে ?
তোমার মিষ্টি লিপস্টিক ভেজানো লাল রং।
নাকি আকুতি ?
তোমার বুকের মাপের একটা দেশ বানাবার অধিকার।
নাকি অপরাধ ?
জীবন দিয়ে জীবন মাপার এক দাঁড়িপাল্লা।
বাড়ছে কমছে জীবনের মাঠে দাঁড়ানো সেই সময়ের স্পর্শ
আর হারাচ্ছি নিজেকে।
ছুটছি মাঠ দিয়ে খুব দূরে পাওয়ার নেশায়
আর ভালোবাসার।
তোমার নরম স্পর্শে অধিকারে বাঁচা
সময়ের নেশা।
তোমার ভাবনায় মেতে থাকা আদুরে নেশা
আমার রক্তে মেশা।
আর বাকিটুকু উহ্য থাক না বলা দিনের মত
আমার প্রতিদিন।
No comments:
Post a Comment