তোর বৃষ্টি
..................... ঋষি
=================================================
সে ছিল কোনদিন
খুব কাছে সেই হ্যারিকেনের শেষ আলোতে চেনা মুখখানি।
এত গুলো বছর নিজের ইচ্ছের সাথে সন্ধি
আসলে বন্দী জীবন।
কবর খানায় বসে থাকার আতংক
সে ছিল কোনদিন।
তোর বৃষ্টি এলো
অথচ আমার শহরের মুখভার ,,খুব দরকার।
এক ফোঁটা চেনা সেই স্পর্শ
চারিদিকে হাঁড়িকুড়ি ,ছড়ানো ছেটানো অস্তিত্বের ভিড়ে
চেনা নাটক ,,,অথচ দরকার।
কেন এলোনা সে এখনো
অপেক্ষা ?
সে কোনো শব্দের থেকে ভারী নিজস্ব প্রতিবেদন
আবহাদপ্তরের খবর তোর বৃষ্টি চিরকাল
আর আমারটা শুধু ,,,,মুখ ভার।
কথা বলছিস না কেন ?
চুপ কেন ?
মাটি যে ফেটে চৌচির ,,,চারিপাশে আরো তৃষ্ণা
চেনা খুব তাই না ।
এক ফোঁটা জল ,,,চাতকের চাহিদায় বাজিমাত
একটু স্বস্তি ।
..................... ঋষি
=================================================
সে ছিল কোনদিন
খুব কাছে সেই হ্যারিকেনের শেষ আলোতে চেনা মুখখানি।
এত গুলো বছর নিজের ইচ্ছের সাথে সন্ধি
আসলে বন্দী জীবন।
কবর খানায় বসে থাকার আতংক
সে ছিল কোনদিন।
তোর বৃষ্টি এলো
অথচ আমার শহরের মুখভার ,,খুব দরকার।
এক ফোঁটা চেনা সেই স্পর্শ
চারিদিকে হাঁড়িকুড়ি ,ছড়ানো ছেটানো অস্তিত্বের ভিড়ে
চেনা নাটক ,,,অথচ দরকার।
কেন এলোনা সে এখনো
অপেক্ষা ?
সে কোনো শব্দের থেকে ভারী নিজস্ব প্রতিবেদন
আবহাদপ্তরের খবর তোর বৃষ্টি চিরকাল
আর আমারটা শুধু ,,,,মুখ ভার।
কথা বলছিস না কেন ?
চুপ কেন ?
মাটি যে ফেটে চৌচির ,,,চারিপাশে আরো তৃষ্ণা
চেনা খুব তাই না ।
এক ফোঁটা জল ,,,চাতকের চাহিদায় বাজিমাত
একটু স্বস্তি ।
No comments:
Post a Comment