কবির প্রতি
............... ঋষি
===================================================
মৃত্যু, বিষাক্ত অন্ধকার ছড়িয়ে থাকা রক্তের দাগ
বিশৃঙ্খলা, বিনাশী ধংসের ছবি শেষ কথা হতে পারে না কবি।
এখনো পৃথিবী ঘুরছে
এখনো মানুষ হয়ত বাঁচতে পারে মৃত্যুর কোল থেকে।
মৃতসঞ্জীবনী নয়
মানুষের লোভের অসুখ সারানো দরকার।
সৃষ্টিছাড়া সময়ের ক্যনভাসে লাল,সবুজ হাজারো রঙের ফাঁকে
হাজারো হৃদয়ের পঙ্কিলতায় তবুও ফুল ফুটছে,শিশির পরছে ।
আজও জন্মাচ্ছে কোনো মাতৃক্রোরে সময়ের যীশু
সময়কে জীবিত থাকতে দেও,
আঁকতে দেও মানুষের বোধকে শ্বেতশুভ্র শান্তির ছবি।
কবির চিতাভস্ম থেকেই উত্তরনের বীজমন্ত্র খুঁজতে হবে কবিকে
নিজের আকুতি থেকে মানুষকে বিজীত করতে হবে।
শান্তির নিপুন ছবি আঁকতে হবে মানুষের মনে।
যেখানে চন্ডাশোকের বদলে জন্মাবে ধর্মাশক
যেখানে মানুষের হৃদয়ের মহেন্দ্র আর সংঘমিত্রা করবে হিংসাকে জয়।
মানুষ এই পৃথিবীতে বাঁচবে মানুষের জন্য
মানবিকতার নামে।
মৃত্যু, বিষাক্ত অন্ধকার ছড়িয়ে থাকা রক্তের দাগ
না না সব বিনাশী ইতিহাস আজ লেখা থাকুক প্রাচীন প্রস্তর ফলকে।
রক্তে ভেসে যাওয়া সভ্যতার বুকে
শান্তির ফুল ফুটুক।
কবি মানুষকে জাগাতে হবে মানুষের কবিতায়
শুধু প্রেম নয় ,মানুষকে বোঝাতে হবে প্রেমের মানে।
............... ঋষি
===================================================
মৃত্যু, বিষাক্ত অন্ধকার ছড়িয়ে থাকা রক্তের দাগ
বিশৃঙ্খলা, বিনাশী ধংসের ছবি শেষ কথা হতে পারে না কবি।
এখনো পৃথিবী ঘুরছে
এখনো মানুষ হয়ত বাঁচতে পারে মৃত্যুর কোল থেকে।
মৃতসঞ্জীবনী নয়
মানুষের লোভের অসুখ সারানো দরকার।
সৃষ্টিছাড়া সময়ের ক্যনভাসে লাল,সবুজ হাজারো রঙের ফাঁকে
হাজারো হৃদয়ের পঙ্কিলতায় তবুও ফুল ফুটছে,শিশির পরছে ।
আজও জন্মাচ্ছে কোনো মাতৃক্রোরে সময়ের যীশু
সময়কে জীবিত থাকতে দেও,
আঁকতে দেও মানুষের বোধকে শ্বেতশুভ্র শান্তির ছবি।
কবির চিতাভস্ম থেকেই উত্তরনের বীজমন্ত্র খুঁজতে হবে কবিকে
নিজের আকুতি থেকে মানুষকে বিজীত করতে হবে।
শান্তির নিপুন ছবি আঁকতে হবে মানুষের মনে।
যেখানে চন্ডাশোকের বদলে জন্মাবে ধর্মাশক
যেখানে মানুষের হৃদয়ের মহেন্দ্র আর সংঘমিত্রা করবে হিংসাকে জয়।
মানুষ এই পৃথিবীতে বাঁচবে মানুষের জন্য
মানবিকতার নামে।
মৃত্যু, বিষাক্ত অন্ধকার ছড়িয়ে থাকা রক্তের দাগ
না না সব বিনাশী ইতিহাস আজ লেখা থাকুক প্রাচীন প্রস্তর ফলকে।
রক্তে ভেসে যাওয়া সভ্যতার বুকে
শান্তির ফুল ফুটুক।
কবি মানুষকে জাগাতে হবে মানুষের কবিতায়
শুধু প্রেম নয় ,মানুষকে বোঝাতে হবে প্রেমের মানে।
No comments:
Post a Comment