Tuesday, May 3, 2016

কেউ কোথাও

কেউ কোথাও
,,,,,,,,,,,,,,,,,,,,, ঋষি
=====================================================
আমি সেই মেয়েটা
যে ফিরবো বলে ফিরেছে রোজ অফিস থেকে  বা অন্য কোথাও।
আবার ফিরে আসে নি  নিজের কাছে
কারণ কেউ ছিল না সেখানে   কখনো।
হয়তো  বা  ছিল
কিন্তু ফেরার সাহস ছিল না তখনো।

এই যে শুনছেন ,ঘুম ভাঙ্গলো সকাল
আর তারপর ছুট ছুট লজ্জা ,,ফ্রক ,,শাড়ি আর বেড়ি।
শশুর বাড়ি ,বাপের বাড়ি ,স্বামীর বাড়ি
বাড়ি ,গাড়ি,, গয়না ,,,গ্রহস্থালি ,,,লোভ ,,সংসার।
সবটাই গয়না
ফিরবো কি করে ব্যবহারের হাজারো  দফতরে।
মাইনে বাঁধা  প্রয়োজন ,,,,সবটাই আয়োজন
নিয়মমাফিক দরজা খোলা কলিংবেলের শব্দ।
বিছানার চাদরে হা করা আকাশের মুখ
আর ভিজে যাওয়া দুঃখ ,,,,,,, সবটাই নিয়ম মাফিক।
মেয়েটার মুখ ভার ,,,অন্ধকার ,,অভিমান
না বোঝে নি এখনো  ,,,,,কোত্থাও  কেউ।

আমি সেই মেয়েটা
যে ফিরছে রোজ নিজের থেকে দুরে অন্য কোথাও বাঁধা গন্ডিতে
যেখানে আকাশ ছোঁয়াটা অপরাধের
আর একলা থাকাটা ,,,,,ভালো রাখাটা ,,,সকলকে ,,,নিয়ম।
আমি ফিরবো কোথাই
আমার কি আছে কেউ কোথাও? 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...