উত্সবের দিন
................. ঋষি
=========================================
উত্সব শেষ করে
কোনো ছায়া হেঁটে চলে উত্সবের ভিতরে।
কিছুতেই চাই না মন
শেষ উত্সব।
বারান্দায় দাঁড়িয়ে দেখি রেলিং ধরে হেঁটে যায়
গুড়ো গুড়ো রঙিন বাল্ব।
আজ হয়তো কারো সিঁথি ধরে হেঁটে যাবে রক্তের রং
সম্পর্ক।
নির্বিকার দাঁড়িয়ে সামজিক দায়
রঙিন বাসরে কেউ রাতজাগে উত্সব মুখোর অপেক্ষায়।
পরে থাকে না ছোঁয়া খাবারের রাত
পথের কুকুর মুখ থুবড়ে পরে।
মুখ থুবড়ে কাক
সময় শেষ।
উত্সব অর্জিত ছায়াদের ভিড়
মনের ভিতর অসম উত্থানে অনাগত গলি।
চোরা পথে হেঁটে যাওয়া উত্সবের দিন
মনে থাকে ,মনে পরা অসময়।
................. ঋষি
=========================================
উত্সব শেষ করে
কোনো ছায়া হেঁটে চলে উত্সবের ভিতরে।
কিছুতেই চাই না মন
শেষ উত্সব।
বারান্দায় দাঁড়িয়ে দেখি রেলিং ধরে হেঁটে যায়
গুড়ো গুড়ো রঙিন বাল্ব।
আজ হয়তো কারো সিঁথি ধরে হেঁটে যাবে রক্তের রং
সম্পর্ক।
নির্বিকার দাঁড়িয়ে সামজিক দায়
রঙিন বাসরে কেউ রাতজাগে উত্সব মুখোর অপেক্ষায়।
পরে থাকে না ছোঁয়া খাবারের রাত
পথের কুকুর মুখ থুবড়ে পরে।
মুখ থুবড়ে কাক
সময় শেষ।
উত্সব অর্জিত ছায়াদের ভিড়
মনের ভিতর অসম উত্থানে অনাগত গলি।
চোরা পথে হেঁটে যাওয়া উত্সবের দিন
মনে থাকে ,মনে পরা অসময়।
No comments:
Post a Comment