Friday, May 13, 2016

টুকরো কাঁচ

টুকরো কাঁচ
................ ঋষি
==============================================
একটা আয়না রেখেছি কাছে
কাজল পরা চোখ ,,হাসতে থাকা জ্যোত্স্নার সাথে।
কবি তুমি স্বাবাভিক নও
ঈশ্বরের কবিতায় লিখে ফেলা যায় অধিকার।
আচ্ছা কাঁচের দেওয়াল আর আয়নার তফাৎ কি
একটা পাঁচিল আর অন্যটা হৃদয়।

হৃদয় হলো কাঁচের টুকরো
ভাঙলে জোড়া যায় অথচ একটা জীর্ণতা লেগে থাকে শেওলার মত।
খুব কাছ  থেকে অনেকটা যন্ত্রণা লেগে
কবি তুমি পাগল হলে ?
অদ্ভূত এই পৃথিবীতে কম বেশি  হৃদয়ে দোলনায়
সময় দুলছে।
দিন বদলাচ্ছে আবার রাত
তারপর সেই আবার একটা দিন শেষ।
ফিরে যাওয়া
আসলে ফিরে যেতে হয় সব্বাইকে নিজের সাথে।

একটা আয়না রেখেছি কাছে
সময়ের অভাব আমার বেঁচে থাকায়  নিজের সত্কারে।
বাইরে দিয়ে দেখা কোনো আয়নার মত
আমি চেয়ে থাকি  দূরে।
আর টুকরো টুকরো কাঁচ জোড়া  তোমার সারা হৃদয় জুড়ে
অনেকটা সেই ছোটো  ঘরের ভুলভুলাইয়ের মত।  

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...