খেলাঘর
............... ঋষি
==============================================
আগের চিঠিটা এখনো দি নি তোমাকে
কারণ কাল্পনিক চরিত্রকে লেখা ঠিকানাটা জানা হলেও
সেটা পৃথিবীর নয়
শুধু পৃথিবীর পথে হাঁটতে হাঁটতে চোরা গলিপথে ফিরে
বারংবার মানুষের মনে
খুব কাছে কোনো প্রিয় আনন্দের দিনে
আজ সপ্তমী
দুবছর আগে সেই সপ্তমীটা তোমার মনে পরে।
আমি তোমার দেওয়া সালোয়ার আর তুমি আমার দেওয়া নীল শার্ট
নীল রংটা মানায় ভালো তোমার ,আকাশের রং।
তারপর অলিগলি বেয়ে চোরা চাহুনিতে
আরো কাছাকাছি।
আদর চোখে তুমি, দুষ্টু হাসিতে আমি
ঢ্যমকুড় কুড় ঢ্যমকুড় কুড় বুকের ভিতর সারা জীবন পাশাপাশি।
সব চরিত্র যেমন কাল্পনিক নয়
তেমনি সব গল্প সমাপ্ত নয়।
আগের চিঠি মত এটা তোলা থাক
কারণ কাল্পনিক চরিত্ররা ঝড়ো হওয়ার মত ছুঁয়ে যায়।
সেটা আসল নয়
আসল হলো পৃথিবীর পথে হাঁটতে হাঁটতে শেখা।
খেলাঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে
কত রাত তাই তো জেগেছি বলব কী তোরে।
............... ঋষি
==============================================
আগের চিঠিটা এখনো দি নি তোমাকে
কারণ কাল্পনিক চরিত্রকে লেখা ঠিকানাটা জানা হলেও
সেটা পৃথিবীর নয়
শুধু পৃথিবীর পথে হাঁটতে হাঁটতে চোরা গলিপথে ফিরে
বারংবার মানুষের মনে
খুব কাছে কোনো প্রিয় আনন্দের দিনে
আজ সপ্তমী
দুবছর আগে সেই সপ্তমীটা তোমার মনে পরে।
আমি তোমার দেওয়া সালোয়ার আর তুমি আমার দেওয়া নীল শার্ট
নীল রংটা মানায় ভালো তোমার ,আকাশের রং।
তারপর অলিগলি বেয়ে চোরা চাহুনিতে
আরো কাছাকাছি।
আদর চোখে তুমি, দুষ্টু হাসিতে আমি
ঢ্যমকুড় কুড় ঢ্যমকুড় কুড় বুকের ভিতর সারা জীবন পাশাপাশি।
সব চরিত্র যেমন কাল্পনিক নয়
তেমনি সব গল্প সমাপ্ত নয়।
আগের চিঠি মত এটা তোলা থাক
কারণ কাল্পনিক চরিত্ররা ঝড়ো হওয়ার মত ছুঁয়ে যায়।
সেটা আসল নয়
আসল হলো পৃথিবীর পথে হাঁটতে হাঁটতে শেখা।
খেলাঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে
কত রাত তাই তো জেগেছি বলব কী তোরে।
No comments:
Post a Comment