Wednesday, May 25, 2016

সেই মেয়েটা

সেই মেয়েটা
.............. ঋষি
==========================================
অনেকগুলো প্রেম পেরিয়ে তোর দরজায়
যন্ত্রণা হচ্ছে খুব।
শরীর আর মনের মাঝে  তফাৎ কি ?
নিজেকে প্রশ্ন করেছি বারংবার উত্তরটা অজানা।
শরীর থেকে শরীরে
অসংখ্য প্রলোভনে প্রেম সে তো চোখের জল।

এমনি ভাবছিল মেয়েটা
পরে পাওয়া চৌদ্দ আনার পর বাকিটুকু দু আনা।
সেটাই প্রেম
চৌদ্দ আনা ফাঁকি।
আর চেনা সম্বল
রক্তের ভিতর বীজ বুনতে অনেকটা  আয়োজন দরকার।
সেখানে শরীর ছাই
ভালোবাসতে চাই কোনো স্পর্শ।
কোনো আহত প্রেমিককে রক্তের রঙে সাজিয়ে
এমনি ভেবেছিল মেয়েটা।

অনেকগুলো প্রেম পেরিয়ে তোর দরজায়
চোখ খুলে সমাজ যখন নষ্ট মেয়ে বলে।
মেয়েটা হাসে খুব
পাগলের মত আঁচড়াতে তাকে বাঁচতে চাওয়া।
মেয়েটা মরে যায় প্রতিরাত্রে
নিজের ভিতর অসংখ্য প্রশ্নের ঝড়।

No comments:

Post a Comment

অনবদ্য কবিতা

আমরা কেউই অনবদ্য কবিতা নই আমরা সাধারণ যারা তারা শুধু বেঁচে আছি বেঁচে থাকবো বলে, আমাদের কবিতারা আকাশে উড়তে পারে না শুধু ডানা ঝাপটায়, হঠাৎ  অব...