Tuesday, May 24, 2016

চলন্তিকা আর আকাশ

চলন্তিকা আর আকাশ
............. ঋষি
=====================================================
আলো খুঁজছিস চলন্তিকা
সূর্যকে আড়াল করে নিজের ছায়া দেখে
আমাকে প্রশ্ন করছিস।
আকাশের গায়ে ক্রমশ হারিয়ে যাওয়া আলোর খোঁজ
বুঝলাম আকাশের মুখ ভার
দখিন সীমানায় জমে থাকা মেঘগুলো এখন গল্প করছে।

অনেকদিন পর দেখা হলো বল
মেঘ ,বৃষ্টি আর স্বপ্নের ঘর।
ধুস বৃষ্টি এখনো আসে নি শুধু মুখভার
অভিধানে একটা শব্দ দেখছিলাম  অভিমান
আর এখন অভিমানী আকাশ।
শেষ কবে বলতো বৃষ্টি পরে ভিজে গেছিল তোর জমি
শেষ কবে গভীর হালে রক্তকল্পতা।
শেষ কবে তোকে চেপে ধরেছিলাম নিজের বুকের মাঝে
দমবন্ধ পরিস্থিতিতে কোনো বন্য প্রজাতির ফুল আকাশের দিকে দেখেছিল।
তার পর বৃষ্টি
ধুস বৃষ্টি আসে নি এখনো।

বৃষ্টি চাইছিস চলন্তিকা
ভিজে যেতে চাইছিস গভীরতায় তোর ঠোঁটের স্নেহে।
আকাশের দিকে তাকা
হাত বাড়িয়ে ধরতে চাইছিস মেঘ ,কালো মেঘ।
না রে অভিমানী তুই বৃষ্টি হতে পারিস
কিন্তু মেঘ সে যে অনেকদিন অপেক্ষায়  প্রেমে। 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...