Saturday, May 14, 2016

ম্যাও

ম্যাও
................ ঋষি
=============================================
ইনবক্সে তোকে বিড়াল পাঠালাম
হাত পা নখ দিয়ে কি আপ্রাণ  আঁচড়াবার চেষ্টা।
কে বা কাকে চুমু খেয়েছিল
নাকি মাছের প্রতি বেড়ালে লোভ।
তাজমহল থেকে  নন্দনের দূরত্ব কত
মুহুর্তে বোঝা যায় ,,আবার মুছেও।

তোকে বৃষ্টি বলে ডেকেছিলাম
সার্পেনটাইন লেন ধরে অলিগলি ক্যাফেটরিয়া।
আজকাল ভাবলে হাসি পায়
জানলার কাঁচে আদর আর  মুখরোচক শীতল  কফি।
আমার ঠোঁটে সিগারেটের পোড়া দাগ
তোর বুক পুড়িয়েছিলাম।
পুড়ে গেছিলাম নিজে আরো একলা হয়ে কোনঠাসা বিড়াল
আর ম্যাও করে লাফ মেরেছিলাম তোর বুকে।
দোষ ,গুণ সব একলা থাক কবিতার পাতা জুড়ে
আবার বৃষ্টি নামুক
আমি ডুবে যাই একি ভাবে তোর কপালের কালো টিপে।

ইনবক্সে বিড়াল পাঠালাম
কিছুক্ষণ পর একটা আলোড়ন এলো " মিষ্টি "।
সত্যি তো দিনগুলো সব মিষ্টি
এগিয়ে যাওয়া দেওয়ালে ঠেকা পিঠ তোর ঘামের গন্ধ।
অকারণে কেঁপে ওঠা  স্পর্শ
সত্যি বিড়ালটাও অদ্ভূত ভাবে ডাকছে ,,ম্যাও। 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...