Wednesday, May 18, 2016

সময়ের চাবিকাঠি

সময়ের চাবিকাঠি
................. ঋষি
==============================================
দুরবীন দিয়ে দেখা আলোকে আরো সন্নিকটে
নিভে যাওয়া মোমের ধোঁয়ার গন্ধ বাতাসে বিলীন।
একটু পোড়া দাগ
পরে থাকে চিরতরে প্রতিটা পুড়ে যাওয়ার  ভিতরে।
এ জগতে কারণ মিশ্রিত সম্বল
আর সম্বল  ছাড়া প্রতিবাদ।

বাতসে শেষটুকু অক্সিজেন
শেষবার প্রয়োজনের আগেই যদি সমাপ্তির শেষ শুরু হয়ে।
বাতাসে গুঞ্জন
আর কিছুদিন থেকে যেতে পারতো।
আর কিছুদিন থাকা যেত তবে নিজের শ্বাসপ্রশ্বাসে
নিজের সাথে প্রতিবাদে।
প্রতিটা প্রতিবাদ সময়ের আওয়াজে আরো বেশি প্রতিধ্বনিত হোক
নারীশক্তি ,পুরুষ কে বেশি শক্তিশালী ?
এই প্রশ্ন আরো বেশি অমূলক হোক মিলিত প্রেমে
শুধুমাত্র প্রেমে।
পোড়া দাগ না হয় কোনো এন্টিসেপটিক সময়
সময় সব মিশিয়ে নেয়।

দুরবীন দিয়ে আলোকে আরো সন্নিকটে
নিজের চোখের ফটোজনিক ফ্রেমে আটকানো কাঁচের বিষাদ।
টুকরো টুকরো হয়ে যাক প্রতিফলিত মুহুর্তে
আরো ছড়িয়ে পরুক অবাক বিস্ময়।
হারিয়ে যাওয়া জাতিস্মরের পুনরাবৃতি
কোনো সময়ের চাবিকাঠি।  

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...